TRENDING:

North 24 Parganas News: শাখাপ্রশাখার প্রাচীন বটগাছে ঘেরা গোরাতলার ইতিহাস জানলে চমকে যাবেন 

Last Updated:

North 24 Parganas News: শীতের সময় বহু মানুষ এখানে একসময় পিকনিকের জন্য আসতেন আজও বহু মানুষ এই রামেশ্বরপুরের বটতলায় ঘুরতে আসেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুলফিকার মোল্যা, বসিরহাট : হাসনাবাদের রামেশ্বরপুরের প্রাচীন বটগাছ ঘেরা গোরা তলার ইতিহাস শুনলে চমকে যাবেন। আকাশের বুক চিরে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন বট বৃক্ষ। গাছ থেকে ঝুড়ি নেমে সেই গাছের আকার আরও বিস্তার লাভ করেছে। কিন্তু একের পর এক প্রাকৃতিক দুর্যোগে প্রাচীন বট গাছের কিছু অংশ নষ্ট হয়ে গেছে। প্রাচীন এই বট বৃক্ষের নিদর্শন মিলল প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের রামেশ্বরপুর গোরা তলায়।
advertisement

স্থানীয় সূত্রে মানুষের মুখে জানা যায়, প্রায় ছিয়াশি ছটাক জমির উপরে আজও দাঁড়িয়ে আছে এই বট বৃক্ষ। এক সময় এলাকার মানুষ ওই বট গাছের তলায় গিয়ে বিভিন্ন রকম প্রার্থনা করতো। শীতের সময় বহু মানুষ এখানে একসময় পিকনিকের জন্য আসতেন। আজও বহু মানুষ এই রামেশ্বরপুরের বটতলায় ঘুরতে আসেন। এই বটগাছের নীচেই রয়েছে একটি পীরের মাজার। কথিত আছে পীর গোরাচাঁদ এক সময় তাঁর ধর্ম প্রচারে বেরিয়ে এই বটবৃক্ষের নীচে সাধনা করেছিলেন। সেই সময় থেকেই এই জায়গাটির নাম গোরাতলা। এলাকার যত বয়স্ক মানুষের কাছেই জানতে চাওয়া যায় এই বট গাছের গল্প বা এই বটগাছের আসল গোড়া কোথায় সেই খবর কেউই দিতে পারেনা। তাঁরা জানান তাঁদের পূর্বপুরুষরাও গল্প করে গেছেন এবং এই গাছের মূল কাণ্ডটি কোন জায়গায় অবস্থিত বলতে পারতেন না।

advertisement

আরও পড়ুন :  চলতি সপ্তাহে রাজ্যের কোন কোন জেলায়, কবে থেকে চলবে তাপপ্রবাহ, বর্ষার আর কত দেরি, জানুন আবহাওয়ার মতিগতি

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে এই গাছতলাতেই আশ্রয় নেয় গ্রীষ্মের সময় ক্লান্ত পথিক, আবার গ্রামের ছেলে মেয়েরা কোথাও বা দোল খায়, আবার কখনও বা নব প্রজন্মকে দেখা যায় একটু হাসিঠাট্টার জন্য এই বট গাছের নীচে। গ্রামের মানুষের মধ্যে এমন ধারণা আছে, এই বটগাছ কাটা পড়লে গ্রামের ক্ষতি হবে। বহু বছরের এই ধারণা নিয়েই বেঁচে আছেন গোরাতলার মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শাখাপ্রশাখার প্রাচীন বটগাছে ঘেরা গোরাতলার ইতিহাস জানলে চমকে যাবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল