পুলিশ এসে দেহটি উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে স্থানীয় কেউই চিনতে পারেননি বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন আগে মৃত্যু ঘটায় দেহে পচন ধরে গিয়েছে।
আরও পড়ুনঃ জোগান নেই পর্যাপ্ত মাটির, ধুঁকছে জেলার চারি শিল্প ও তার সঙ্গে জড়িত শ্রমিকেরা
advertisement
কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্তে অশোকনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ নড়েচড়ে বসেছে। কি ভাবে কোথা থেকে কারা এভাবে এখানে এসে এই কাণ্ড ঘটালো তা এখনো জানা সম্ভব হয়নি। তবে পুলিশ চেষ্টা চলেছে। গত কয়েকদিনে পরপর এভাবে এলাকায় খুনের ঘটনা ঘটায়, প্রশ্ন উঠছে তা নিয়েও।
Rudra Narayan Roy