রেশন থেকে যে চাল দেওয়া হচ্ছে তার মধ্যে যেন রয়েছে প্লাস্টিক জাতীয় চাল, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও দিন দিন বেড়ে চলেছে শারীরিক নানা সমস্যা। গ্রামবাসীদের অনুমান, দীর্ঘদিন এই প্লাস্টিক জাতীয় চাল খেয়েই তৈরি হচ্ছে শারীরিক সমস্যা।
আরও পড়ুন : কলকাতা মেডিক্যাল, আরজিকরে ডাক্তারি কোর্সে ভর্তিতে সক্রিয় প্রতারকরা! উদ্ধার নথি
advertisement
গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, রেশনে যে চাল দেওয়া হয় তার মধ্যে প্লাস্টিকের মতো দেখতে এমন চাল রয়েছে, সেই চাল গরম জলে দিলে আঠা আঠা হয়ে যায় এবং একটি অন্য রকম রং দেখতে পাওয়া যায় সাধারণ চালের থেকে। ফলে বিষয়টি সামনে আসতেই গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করলে, রেশন ডিলারের জানান, এর মধ্যে পুষ্টিকর জাতীয় এক ধরনের চাল মেশানো রয়েছে। ফলে চালগুলি একটু এরকম হয়ে যায়। যদিও অভিযোগ, এই চাল নিয়মিত খাওয়ার পরই পেটের সমস্যা দেখা দিচ্ছে গ্রামবাসীদের অনেকের। বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্য দাবি করেন, শাসকদলকে কালিমালিপ্ত করার জন্য কেউ বা কারা প্লাস্টিকের চাল এর মধ্যে মিশিয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে। যদিও বিরোধীদের তরফ থেকে বিষয়টি নিয়ে ধিক্কার জানানো হয়েছে।