TRENDING:

North 24 Pargana Fraud|| খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, হাবড়ায় সর্বস্বান্ত একাধিক পরিবার

Last Updated:

Again Job scam identified in Habra West Bengal: টেট কেলেঙ্কারি নিয়ে কোটি কোটি টাকা উদ্ধারের মধ্যেই, আবারও খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল হাবড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাবড়া: টেট কেলেঙ্কারি নিয়ে কোটি কোটি টাকা উদ্ধারের মধ্যেই, আবারও খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল হাবড়ায়। অভিযোগকারী মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যের খাদ্য দফতরে এসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই ডিভোর্সি মহিলা ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় কয়েক মাসে ভাগে ভাগে লক্ষাধিক টাকা আদায় করেন অমিত সাহা নামের স্থানীয় এক ব্যক্তি। প্রথমে ২ লক্ষ টাকা এবং পরে ভাগে ভাগে আরও ৬ লক্ষ টাকা প্রতারক অমিত সাহার হাতে দেন ওই মহিলার বাবা।
হাবড়ার প্রতারিত চাকরিপ্রার্থী।
হাবড়ার প্রতারিত চাকরিপ্রার্থী।
advertisement

পরিবারের দাবি, টাকা দেওয়ার পরে বেশ খানিকটা সময় কেটে গেলেও, চাকরি সংক্রান্ত কোনও আশার আলো দেখাতে পারেননি অমিত। তখনই সন্দেহ হলে পুলিশের দ্বারস্থ হন ওই পরিবার। ঘটনায় ২০২১ সালের নভেম্বর মাসে হাবড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। হাবড়া থানা সূত্রে প্রতারিত পরিবার জানতে পারেন, শুধু তাঁরাই নন, ওই একই ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছেন এলাকার আরও বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।

advertisement

আরও পড়ুন: তিন মন্ত্রী পদ থেকেই অপসারিত পার্থ চট্টোপাধ্যায়!

হাবড়া থানার তরফ থেকে অভিযুক্ত অমিতকে থানায় ডেকে পাঠিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় বলেও জানা জানতে পারেন তাঁরা। সেখানে চার মাসের মধ্যে অমিত সাহাকে সমস্ত টাকা পরিশোধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে এখনও অমিত সাহা কোনও টাকাই ফেরত দেননি। এমনকী ফোনও ধরছে না বলে অভিযোগ প্রতারিত পরিবারের।

advertisement

View More

আরও পড়ুন: রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল কর্মী অমিত সাহা ওরফে ফেলার বাড়ি হাবড়ার বাণীপুর এলাকায়। বিষয়টি জানিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ওই পরিবার দেখা করলে তিনি অমিতকে চিনতে পারলেও, পুরো ঘটনার কথা জেনে রীতিমত অবাক হন বলে দাবি পরিবারের। কিন্তু, টাকা ফেরতের ব্যাপারে বা অভিযুক্তর শাস্তির বিষয়ে কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ।

advertisement

প্রতারিত মহিলার বাবা গোপাল দাসের দাবি, মেয়ে শ্রেয়া বিবাহবিচ্ছিন্না। শ্রেয়াকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই টাকা নেয় অভিযুক্ত। গয়না বিক্রি করে চাকরি পাওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত সমস্ত টাকা প্রতারকের হাতে তুলে দিয়ে বর্তমানে দাস পরিবার সর্বস্বান্ত। বিষয়টি নিয়ে অভিযুক্ত অমিত সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি কথা বলতে চাননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana Fraud|| খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, হাবড়ায় সর্বস্বান্ত একাধিক পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল