কিন্তু, সেই ফুটপাত দিয়ে মানুষের যাতায়াত করার উপায় নেই। বেশ কয়েক বার মধ্যমগ্রাম পুরসভার তরফ থেকে ফুটপাত দিয়ে পথ চলতি মানুষদের যাতায়াতের জন্য পরিস্কার করার নির্দেশ দেওয়ার পরও কোন কাজ হয়নি। তাই সোমও মঙ্গলবার রাস্তায় নেমে ফুটপাতের জবরদখল হটাতে বাধ্য হয় মধ্যমগ্রাম পুরসভা ও মধ্যমগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুনঃ ম্যাডক্স স্কোয়ারের ধাঁচে এবার দুর্গাপুজো নিউটাউনে
advertisement
এর ফলে কিছু মানুষ অসন্তুষ্ট হচ্ছেন ঠিকই, কিন্তু পুরসভার দুই কাউন্সিলর জানান, তাদের কিছু করার নেই। এই নির্দেশ সকলকেই মানতে হবে। ফুটপাত মানুষের চলার জন্য। সেখানে জবরদখল করা যাবে না।
আরও পড়ুনঃ এ কেমন শ্মশান! লোকচক্ষুর সামনেই চলে দাহকার্য!
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সরকার যেটা করছে সেটা ভালোর জন্যই করেছে। কিন্তু যাদের তুলে দেওয়া হচ্ছে তাদের জন্যও চিন্তা করা উচিত। ফলে আগামী দিনে প্রশাসন এদের জন্য কি উপায় বের করেন সেটাই দেখার।
Rudra Narayan Roy