২০ মার্চ সোমবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁর আবাদি মালঞ্চ থেকে দুই মৎস্য ব্যবসায়ী বাপ্পা মিস্ত্রি ও কেনা দাস মাছ আনার জন্য ওড়িশায় রওনা দিয়েছিলেন। বাগদার পিন মাছ আনতে গিয়ে এদিন সকালবেলা জাতীয় সড়কে ওড়িশার খুরদা রোডে দুর্ঘটনা কবলে পড়ে মাছ ব্যবসায়ীদের পিকআপ ভ্যান। সরাসরি একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটিতে, স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে ওড়িশার হাসপাতালে নিয়ে গেলে পরদিন গভীর রাত্রে ওই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে পড়েছে মালঞ্চ গ্রামে।
advertisement
আরও পড়ুন - Chaitra Navratri : নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীকে এই বিশেষ ভোগ দিন, ভাগ্য খুলবে সোনার মতো
ইতিমধ্যে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ওড়িশা প্রশাসনের সঙ্গে উত্তর ২৪ পরগনার মিনাখা থানার পুলিশ আধিকারিকরা কথা বলে মৃতদেহ ফেরানোর চেষ্টা করছেন। কি কারণে মৃত্যু হয়েছে গাড়ির গতিবেগ বেশি ছিল, না অন্য কোনও কারণে পথ দুর্ঘটনার হয়ে মৃত্যু হয়েছে, সবটাই তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।
আরও পড়ুন - IND vs AUS: প্লেয়িং ইলেভেনে জায়গা পাননি, কেএল রাহুল হঠাৎ বেরোতেই ইশান কিষাণকে ডাকলেন রোহিত
মৃতদেহ আনার জন্য ব্যবসায়ীর পরিবার ইতিমধ্যে ওড়িশার উদ্দেশ্যে রওনা হয়েছে। ব্যবসায়ী মৃতদেহ ফেরার অপেক্ষায় রয়েছে মালঞ্চ গ্রামের মানুষ। প্রায় একমাস আগে ওড়িশা দুর্ঘটনা কমলে পড়েছিল মাটিয়া থানার সাত পোলটি ব্যাবসায়ী মৃত্যু হয়েছিল। সেই ক্ষত চিহ্ন এখনো রয়েছে গ্রামে, ফের আবার মৃত্যুর দুর্ঘটনায় রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে ব্যবসায়ী মহলে।
Julfikar Molla