তৃতীয় ওভারের পঞ্চম বলে বিপক্ষ দলের একজন পেসারের বল এসে হাবিবের বাঁদিকের বুকের পাজরে লাগে। পিচের উপর-ই লুটিয়ে পড়ে হাবিব এবং জ্ঞান হারায়। সাঙ্গে সাঙ্গে সতীর্থ খেলোয়াড়রা হাবিবকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে তরফ থেকে জানানো হয় হাবিব মারা গিয়েছে। পরিবারের তরফ থেকে জানা যায়, এদিন সকালে পরিবারের কাছে ফোন আসে বুকে বল লেগে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হাবিবকে। তার কিছু সময় পর আবারও তারা জানতে পারেন হাবিব মারা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টি হলেই রাস্তায় চলাচল দুর্বিষহ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
হাবিব বিয়ের পর উত্তর ২৪ পরগনার বাগদার রাউতাড়া গ্রামের স্কুলপাড়া এলাকায় থাকতো স্ত্রী-কে নিয়ে। সেই বাড়ি থেকেই খেলার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। এই বিষয়ে হাবিবের স্ত্রী নীলিমা মন্ডল বলেন, খেলতে খুব ভালোবাসত হাবিব। বলত খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক, সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর। হাবিবের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার, শোকাহত গ্রামের মানুষও।
আরও পড়ুনঃ পুজোর আগে দক্ষিণেশ্বর রেল কলোনির বস্তি উচ্ছেদ! উঠছে প্রশ্ন
যদিও পরিবারের তরফ থেকে হাবিবের দেহ ফিরিয়ে আনার ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে। গোটা ঘটনার বিষয়টি জানার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই পরিবারের তরফ থেকে জানানো হয়। গ্রামের ক্রিকেটপ্রেমী ছেলের মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
Rudra Narayan Roy