TRENDING:

North 24 Parganas: ছিলেন ক্রিকেট পাগল, সেই প্রিয় ক্রিকেটই প্রাণ কাড়ল প্রতিভাবান যুবকের!

Last Updated:

ক্রিকেট খেলাই ছিল তার প্রিয়, আর সেই ক্রিকেট বলের আঘাতেই প্রাণ গেল যুবকের। ক্রিকেট খেলতে গিয়েছিলেন দিল্লিতে, কিন্তু আর ফেরা হল না তার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : ক্রিকেট খেলাই ছিল তার প্রিয়, আর সেই ক্রিকেট বলের আঘাতেই প্রাণ গেল যুবকের। ক্রিকেট খেলতে গিয়েছিলেন দিল্লিতে, কিন্তু আর ফেরা হল না তার। বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা হাবিব মণ্ডল ক্রিকেট খেলতে গিয়েছিল দিল্লিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৫ই অগাস্ট ক্রিকেট খেলার জন্য বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় হাবিব। দিল্লিতে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তার। প্রস্ততি ম্যাচ চলাকালীন হাবিব যে দলের হয়ে খেলছিল সেই দলের প্রথম উইকেটের পতনের পর তিন নম্বর ব্যাটার হিসেবে তৃতীয় ওভারে ব্যাট করতে নামে হাবিব।
advertisement

তৃতীয় ওভারের পঞ্চম বলে বিপক্ষ দলের একজন পেসারের বল এসে হাবিবের বাঁদিকের বুকের পাজরে লাগে। পিচের উপর-ই লুটিয়ে পড়ে হাবিব এবং জ্ঞান হারায়। সাঙ্গে সাঙ্গে সতীর্থ খেলোয়াড়রা হাবিবকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে তরফ থেকে জানানো হয় হাবিব মারা গিয়েছে। পরিবারের তরফ থেকে জানা যায়, এদিন সকালে পরিবারের কাছে ফোন আসে বুকে বল লেগে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হাবিবকে। তার কিছু সময় পর আবারও তারা জানতে পারেন হাবিব মারা গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বৃষ্টি হলেই রাস্তায় চলাচল দুর্বিষহ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

হাবিব বিয়ের পর উত্তর ২৪ পরগনার বাগদার রাউতাড়া গ্রামের স্কুলপাড়া এলাকায় থাকতো স্ত্রী-কে নিয়ে। সেই বাড়ি থেকেই খেলার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। এই বিষয়ে হাবিবের স্ত্রী নীলিমা মন্ডল বলেন, খেলতে খুব ভালোবাসত হাবিব। বলত খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক, সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর। হাবিবের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার, শোকাহত গ্রামের মানুষও।

advertisement

View More

আরও পড়ুনঃ পুজোর আগে দক্ষিণেশ্বর রেল কলোনির বস্তি উচ্ছেদ! উঠছে প্রশ্ন

যদিও পরিবারের তরফ থেকে হাবিবের দেহ ফিরিয়ে আনার ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে। গোটা ঘটনার বিষয়টি জানার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই পরিবারের তরফ থেকে জানানো হয়। গ্রামের ক্রিকেটপ্রেমী ছেলের মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: ছিলেন ক্রিকেট পাগল, সেই প্রিয় ক্রিকেটই প্রাণ কাড়ল প্রতিভাবান যুবকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল