চোখের সামনে একটা পানকৌড়িকে মারা যেতে দেখেই ছুটে যান এয়ারগান হাতে থাকা ব্যক্তির কাছে। বনানীদেবীর অভিযোগ, তিনি দেশীয় পাখি মারার কারন জিজ্ঞাসা করতেই ওই ব্যক্তির উত্তর ছিল তিনি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। তাই মাছ খেতে আসা পানকৌড়িকে তিনি মেরেছেন ।
আরও পড়ুনঃ হিট রবি কাকুর কাঁচা আইটেমের মেনু!
advertisement
পাশাপাশি প্রতিবাদ জানিয়ে হুমকীর মুখোমুখি হয়েছেন বলেও জানালেন বনানী ভাদুড়ী। হুমকী পেয়ে ভয়ে দমে না গিয়েও পরিবেশ রক্ষার তাগিদে তিনি যোগাযোগ করেন পরিবেশপ্রমী সংস্থা প্রানপ্রহরীর সদস্যদের সঙ্গে। যোগাযোগ করা হয় দত্তপুকুর থানায়। পরিবেশপ্রমী সংস্থার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দফতর।
আরও পড়ুনঃ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস অশোকনগরের বিধায়কের
যোগ দেন প্রানপ্রহরী নামে পরিবেশপ্রেমী সংস্থার কর্মীরা। বিষয়টি নিয়ে তারা কথা বলেন স্থানীয়দের সঙ্গে। দেশীয় পাখি সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটা জরুরী তা নিয়েও সচেতনতার বার্তা দেওয়া হয়।
Rudra Narayan Roy