গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনায় দেগঙ্গার বেড়াচাঁপা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদবপুর কারিগর পাড়ায় ছড়ায় চাঞ্চল্য। অগ্নিকুণ্ডের ঘটনা ঘটার সাথে সাথেই আশপাশের বাসিন্দারা আগুন নেভাতে তৎপর হয়ে ওঠেন। নিজেরাই জল এনে ঢালতে শুরু করেন আগুন নেভানোর জন্য। দ্রুত ঘর থেকে বার করে আনা হয় বৃদ্ধ দম্পতিসহ পরিবারের অন্যান্য সদস্যদের। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে এসে দাঁড়ান দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী ও বেড়াচাঁপা দুই নম্বর পঞ্চায়েতের প্রধান শম্পা কাহার।
advertisement
আরও পড়ুনঃ নিরাপত্তার কারণে বন্ধ দত্তপুকুরের রাস উৎসবের মেলা
তাদের তরফ থেকেই, অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল, শীতের কম্বল, পরণের পোষাক, টাকাসহ খাদ্য সামগ্রী। অনুমান করা হচ্ছে উনুনের থেকেই কোনভাবে আগুন লাগে বাড়িতে। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করে আগুন ব্যবহারের উপর বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
Rudra Narayan Roy