North 24 Parganas News: নিরাপত্তার কারণে বন্ধ দত্তপুকুরের রাস উৎসবের মেলা

Last Updated:

দীর্ঘদিন ধরে চলে আসা দত্তপুকুর নিবাধুই খেলার মাঠের রাস উৎসবের মেলা বন্ধ করল বারাসত জেলা পুলিশ। জারি করা হল ১৪৪ ধারা।গত কয়েকদিন ধরে এই রাস উৎসবকে ঘিরে চরম উত্তেজনা চলছিল দত্তপুকুরে। কার দখলে এই রাস মেলা থাকবে, তা নিয়েই চলে এলাকার দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

+
title=

#উত্তর ২৪ পরগনা : দীর্ঘদিন ধরে চলে আসা দত্তপুকুর নিবাধুই খেলার মাঠের রাস উৎসবের মেলা বন্ধ করল বারাসত জেলা পুলিশ। জারি করা হল ১৪৪ ধারা।গত কয়েকদিন ধরে এই রাস উৎসবকে ঘিরে চরম উত্তেজনা চলছিল দত্তপুকুরে। কার দখলে এই রাস মেলা থাকবে, তা নিয়েই চলে এলাকার দুই পক্ষের মধ্যে উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনার পরিবেশ মিটলেও, রাস উৎসব উপলক্ষে হওয়া মেলা বন্ধ করে দেওয়া হল। এই মেলা নিয়ে ইতিমধ্যেই বহু অভিযোগও উঠেছে। মেলায় বসানো হত জুয়ার ঠেক।
পাশাপাশি এক মাস ধরে চলা এই মেলায় সমস্যা তৈরি হত আশপাশের এলাকাবাসীদের মধ্যেও। অবশেষে রাস উৎসব করতে দিলেও, মাঠে কোনওভবেই মেলা চলার অনুমতি দিল না বারাসত জেলা পুলিশ। এদিন মাঠ জুড়ে নাগরদোলনা, বিভিন্ন দোকান বসলেও তা বন্ধ অবস্থায় পড়ে থাকল। বেশ কয়েকজন দোকানদারকে তাদের দোকানপাট খুলে নিয়েও চলে যেতে দেখা গেল।
advertisement
আরও পড়ুনঃ ভোজন রসিক বাঙালির প্রিয় পিঠে পুলি তৈরির অভিনব কর্মশালা মহিলাদের!
আর দীর্ঘদিন ধরে চলা এই মেলা বন্ধ নিয়ে যাতে কোনও রকম পুনরায় অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মেলা চত্তরে ১৪৪ ধারা জারি করা হয়। চলছে পুলিশি নজরদারি। ঘটনাস্থল পরিদর্শনে আসেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। তিনি জানান এই মেলা নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে একপক্ষ উপস্থিত থাকলেও আর এক পক্ষ উপস্থিত ছিলেন না। পরীক্ষার সময় এতদিন ধরে মেলা চালানো যাবে না, এমন দাবি ছিল এলাকাবাসীদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতের রাতে বাড়িতে অগ্নিকাণ্ড! অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার
মেলা বন্ধ কিন্তু রাস উৎসব হচ্ছে। কেন ১৪৪ ধারা জারি করা হল সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। তবে পরবর্তীতে আর মেলার অনুমতি দেওয়া হবে কিনা তা পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসন মিলিতভাবে বসে ভাবনা চিন্তা করা হবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নিরাপত্তার কারণে বন্ধ দত্তপুকুরের রাস উৎসবের মেলা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement