এদিন অঙ্ক ক্লাস থেকে সাইকেলে বাবার সঙ্গে ফেরার পথে, ছোট্ট তৌফিক এর চোখে পড়ে দত্তপাড়ার কাছে রাস্তায় টোটোয় থাকা এক ব্যক্তির পকেট থেকে পড়ে যায় ফোন। পড়ে যাওয়া ফোনটি তুলে শিশুটি দেখতে পায় আইফোন। এরপরই ফোনের যথার্থ মালিককে ফিরিয়ে দিতে রীতিমতো বাবাকে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে ধাওয়া করে ওই টোটোর।
advertisement
কিছুটা যাওয়ার পর সেই টোটো রাস্তায় মিলিয়ে যেতেই দুশ্চিন্তায় পড়ে শিশুটি। এরপর ফোনের মালিকের হাতে ফোন ফিরিয়ে দিতে, বনগাঁ হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র তৌফিক সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হয় বাবাকে সঙ্গে করে। গোটা ঘটনার কথা জানানো হয় পুলিশকে। অপরদিকে, ততক্ষণে ফোন পকেট থেকে পড়ে যাওয়ায়, রীতিমতো দিশেহারা হয়ে পড়েন ঠাকুরনগর এলাকার বাসিন্দা দিবাকর মন্ডল।
এরপর ফোনের নম্বরে কল করতেই অপরপ্রান্ত থেকে থানার আধিকারিক জানান তার ফোনটি থানায় রয়েছে। ছুটে আসেন থানায়, গোটা ঘটনা জেনে রীতিমতো শিশুটিকে জড়িয়ে ধরেন হারিয়ে যাওয়া ফোনের মালিক দিবাকর। ফোন ফেরত পেয়ে খুশি মোবাইল মালিক দিবাকর মন্ডল।
আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের
জানা যায়, এদিন তিনি ঠাকুরনগর থেকে মেয়ে বউকে মতিগঞ্জে নিতে এসেছিলেন। মেয়েকে নিয়ে টোটো করে স্টেশনের দিকে যাওয়ার পথেই পকেট থেকে পড়ে যায় ফোনটি৷ তখনই বনগাঁ চাপা বেরিয়ার বাসিন্দা ওই শিশু তৌফিক মন্ডল উদ্ধার করে আই ফোনটি। ছোট্ট ছেলের এই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পুলিশের দারস্থহয়ে হারিয়ে যাওয়া ফোন মালিকের হাতে ফিরিয়ে দিয়ে রীতিমতো নজির গড়ল বলেই মনে করছেন পুলিশ আধিকারিকেরেও। এই কাজের জন্য থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত রায় পুরস্কৃত করেন তৌফিককে৷ সততার নজিরের পাশাপাশি শিশুটির বুদ্ধিমত্তাকেও বাহবা দিচ্ছে স্থানীয় এলাকার মানুষজন।
Rudra Narayan Roy