Dengue:লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের

Last Updated:

Dengue: ব্যারাকপুর মহকুমায় হঠাৎ বাড়ল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা,প্রশাসনিক ভবনে জরুরি ভিত্তিতে করা হল বৈঠক ।

ব্যারাকপুর মহকুমা
ব্যারাকপুর মহকুমা
উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর মহকুমায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে জরুরি ভিত্তিতে বৈঠক করা হল। বৈঠকে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, মহকুমাশাসক সৌরভ বারিক, জেলা স্বাস্থ অধিকর্তা সহ মহকুমার সমস্ত পৌরসভার প্রতিনিধি ও হাসপাতালের সুপাররা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে জেলা প্রশাসনের কর্তারা প্রতিটি পৌরসভাকে ডেঙ্গি মোকাবিলায় আরও বেশি করে তৎপর হওয়ার নির্দেশ দেন। মূলত এই মহকুমায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। তিন সপ্তাহ আগে এই মহকুমায় ২৫ জন ডেঙ্গিতে আক্রান্ত ছিল। এখন তা বেড়ে ৭০ জন হয়েছে। পানিহাটি, কামারহাটি, খড়দহ, নৈহাটি, দক্ষিণ দমদম, বরানগর, হালিশহর, কাঁচড়াপাড়া পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। আচমকাই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগে রয়েছে প্রশাসন। আর তাই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পৌরসভার ভিত্তিক কাজের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পৌর কর্মীদের বাড়ি বাড়ি সমীক্ষা চালানো, বাড়িতে গিয়ে কেউ আক্রান্ত রয়েছে কি না তা দেখা, পাশপাশি জমা জল থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ব্যারাকপুর মহকুমা জুড়ে বিটি রোডের ধার বরাবর অসংখ্য বন্ধ কারখানা রয়েছে, এসব জায়গা মশার আঁতুর ঘর। তাই ডেঙ্গি মোকাবিলায় বন্ধ কারখানা কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হবে। বন্ধ কারখানার জমিতে নোংরা, জমা জল থাকলে তা পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। কেউ তা না করলে পৌর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মহকুমা এলাকার অধিকাংশ পৌরসভার জমির উপর দিয়ে রেল লাইন গিয়েছে। রেলের ধারে বহু জায়গা নোংরা অবস্থায় পড়ে থাকে, জল জমে থাকে। রেলের সঙ্গে কথা বলে প্রশাসন এবং রেলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে জেলার ডেঙ্গি পরিস্থিতি যে প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে তা ভালই বোঝা যাচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Dengue:লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement