পার্শ্ববর্তী এলাকায় একটি পুকুর থাকায় স্থানীয় মানুষদের কথায় বেড়েছে সাপের উপদ্রব। তাই বাড়ির বাচ্চাদের আর এই পার্কে খেলাধুলো করতে পাঠান না এলাকাবাসীরা। ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে জিরাফ পার্ক। স্থানীয় ক্লাবের উদ্যোগে পরিষ্কার করা হলেও, পৌরসভা এ ব্যাপারে কোন সাহায্য করে না বলেই জানান স্থানীয় এলাকাবাসীরা। ফলে, আর এই পার্কে বিকেল হলেই কচিকাঁচাদের কলরব শোনা যায় না। অশোকনগরের বিভিন্ন এলাকায় বিষাক্ত সাপ ধরা পড়ার ঘটনা ঘটেছে।
advertisement
আরও পড়ুনঃ ঘনঘন বিদ্যুৎ বিপর্যয় বারাসতে! নাকাল এলাকাবাসীরা
সেই জায়গা থেকেও আতঙ্কিত অভিভাবকরা। তাই এলাকা পরিষ্কার না করা পর্যন্ত, শিশুদের পার্কে খেলতে দেওয়ার অনুমতি দিতে পারছেন না কোন অভিভাবক-ই। যদিও স্থানীয় ক্লাবের উদ্যোগে বছরে দুবার করে এই মাঠ পরিষ্কার করা হয় বলে জানানো হলেও বর্তমান পার্কের হাল দেখলেই বুঝা যাবে দীর্ঘ কয়েক বছর পরিষ্কার অথবা সংস্কার কিছুই হয়নি এই পার্কে।
আরও পড়ুনঃ জেলার সীমান্তবর্তী এলাকায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু! তৎপর প্রশাসন
দীর্ঘ সময় বামফ্রন্টের দখলে থাকা এই ওয়ার্ড বর্তমানে তৃণমূলের দখলে। এলাকার জনপ্রতিনিধি ও বর্তমানে ভালো কাজ করছেন বলে পৌরসভার তরফ থেকে জানানো হলেও, কবে এই পার্ক পরিষ্কার করার উদ্যোগ নেন সেই অপেক্ষায় এলাকার মানুষ। তবে স্থানীয় ক্লাবের তরফ থেকে জানানো হয় তারা নিজেরাই উদ্যোগী হয়ে জঙ্গল পরিষ্কার করেন। সে ক্ষেত্রে মেলে না পৌরসভার সাহায্য। কবে এই পরিস্থিতির বদল ঘটে আবারও কচিকাঁচাদের কোলাহলে ভরে উঠবে এই পার্ক, এখন তারই অপেক্ষায় এলাকাবাসীরা।
Rudra Narayan Roy