কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ এই ঘটনায় তীব্র নিন্দা করেছে রাজনৈতিক দলের নেতারা। বিজেপি নেতা কিশোর কর দাবি করেন পুলিশের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে ফলে আইন হাতে তুলে নিচ্ছে এছাড়া নাকা চেকিং এর নামে ট্রাফিক পুলিশ মানুষকে অযথা পরিশাল করছে।
আরও পড়ুনঃ মাতৃসাধক থেকে রাজনীতির ময়দানে, ৩১-এই বড় চমক
advertisement
নাকা চেকিং এ আহত পুলিশ এএস আই কে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার সময় এলাকার মানুষ ছুটে এসে মারামারি খাওয়াবার চেষ্টা করে সেই চিত্র সিসি ক্যামেরা তে পরিষ্কার। এই ব্যস্ততম রাস্তায় পুলিশ যত্রতত্র কারি থামিয়ে তল্লাশি চালায় এবং কাগজপত্র ঠিক না থাকলে তাদের বিভিন্ন ভাবে কেস দিয়ে বহু টাকা জরিমানা করে।
মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে রাস্তায় কর্তব্যরত পুলিশের সঙ্গে বাইকার হয়ে বা চার চাকা গাড়ির মালিকদের ঝামেলা লেগে যাচ্ছে।
অরুণ ঘোষ