Panchayat Election 2023: মাতৃসাধক থেকে রাজনীতির ময়দানে, ৩১-এই বড় চমক

Last Updated:

অল্প বয়সেই বেছে নিয়েছিলেন সাধনার জীবন। কিন্তু মাত্র ৩১ বছর বয়সে আবার বড় বাঁক বদল শঙ্খ চ্যাটার্জির জীবনে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন তিনি

+
title=

উত্তর ২৪ পরগনা: অল্প বয়সেই বেছে নিয়েছিলেন সাধনার জীবন। তবে এবার মহাভারতের শ্রীকৃষ্ণের ভূমিকাকে সামনে রেখে পা দিলেন রাজনীতির ময়দানে। জীবনের এই অবাক বাঁকবদল বাদু কাঞ্চনতলার মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জির। তাঁর দরবারে হেভিওয়েট মন্ত্রী-রাজনীতিবিদ থেকে আমলা, অনেকেরই অবাধ যাতায়াত। সেই তিনিই আপাতত মাতৃ সেবার পাশাপাশি মানব সেবার লক্ষে নতুন মঞ্চে অবতীর্ণ হয়েছে।
এবারের পঞ্চায়েত ভোটে উত্তর ২৪ পরগনার কনিষ্ঠ ও উচ্চশিক্ষিত প্রার্থীদের মধ্যে অন্যতম হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন শঙ্খ চ্যাটার্জি। বাদু কাঞ্চনতলার জাগ্রত কল্যাণ মন্দিরের পৃষ্ঠপোষক তিনি। হঠাৎ করেই তাঁর এভাবে রাজনীতিতে পা দেওয়া অনেককেই অবাক হয়েছেন। রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে বারাসত-১ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনে প্রার্থী হয়েছেন শঙ্খবাবু।
advertisement
advertisement
ইংলিশ অনার্সে স্নাতক শঙ্খ চ্যাটার্জির বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে সাধক এবং মাতৃ সেবক হিসেবে তিনি জেলা তথা গোটা বাংলায় এক পরিচিত নাম হয়ে উঠেছেন। তবে তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেও বিষয়টিকে তিনি আর পাঁচটা সাধারণ নির্বাচনী লড়াই হিসেবে দেখতে রাজি নন। তাঁর কাছে এটা মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে পারার এক সুবর্ণ সুযোগ। শঙ্খ চ্যাটার্জি জানিয়েছেন, তিনি একটি রাজনৈতিক দলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেও তাঁর মন্দির সকলের অবারিত দ্বার। সেখানে দলীয় রাজনীতির কোন‌ও জায়গা নেই। এদিকে রাজনৈতিক মহলের ধারণা, দুর্নীতি বিতর্কে জর্জরিত তৃণমূলের কাছে বারাসত এলাকায় তরুপের তাস হয়ে উঠতে পারেন শঙ্খবাবু।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: মাতৃসাধক থেকে রাজনীতির ময়দানে, ৩১-এই বড় চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement