TRENDING:

Gondhoraj Chicken Momo: মাত্র ৪০ টাকায় ৫ পিস! চিকেন গন্ধরাজ মোমো এবার কলকাতার খুব কাছে, জানুন ঠিকানা

Last Updated:

Gondhoraj Chicken Momo: গ্রাম কিংবা শহরে সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি মন কাড়ে সেটি হল মোমো। সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, তাঁদের জন্য রইল এই ঠেকের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: মাত্র ৪০ টাকায় ৫ পিস চিকেন গন্ধরাজ মোমো বসিরহাটে! তিব্বতের অতি পরিচিত পদ মোমো। সেই মোমোই যখন পাহাড় পেরিয়ে ভারতে প্রবেশ করল, ভারতীয় পদগুলির সঙ্গে মিলেমিশে এক হয়ে গেল সেই রেসিপি। ভিন্ন স্থানভেদে ভিন্নরকম মোমোর পদ। তবে সময় যত গড়িয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোমোর সম্ভারেও লেগেছে আধুনিকতার ছোঁয়া।
advertisement

সেই তালিকাতেই যোগ হয়েছে ‘গন্ধরাজ মোমো’। সৃজনশীলতায় বাঙালি বরাবরই গোল দেয় অন্যদের। আর সেই গন্ধরাজের ছোঁয়া লেগেছে মোমোয়। ৫ পিস গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে মাত্র ৪০ টাকায়।

গ্রাম কিংবা শহরে সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি মন কাড়ে সেটি হল মোমো। সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, তাঁদের জন্য রইল এই ঠেকের খবর।

advertisement

View More

আরও পড়ুন: কেউ হয়তো নাক সিঁটকাবেন, কিন্তু সেরার মুকুট পরল দেশের এই পানীয়, তালিকায় বিরাট চমক!

যেখানে মাত্র ৪০ টাকায় ৫ পিস চিকেন গন্ধরাজ পেয়ে যাবেন। আর এই গন্ধরাজ মোমোয় নেই কোনও সবুজ রং, শুধু মন মাতানো গন্ধরাজ লেবুর গন্ধ আর ভরপুর চিকেন দেওয়া। এই মোমো পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে শহরের জামরুল তলায়। শুধু গন্ধরাজ নয়, আরও অনেক ভ্যারাইটির চিকেন মোমো মেলে এই ফুডস্টলে, আর তাই খেতেই ভিড় জমাচ্ছেন বসিরহাটের খাদ্যরসিক মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Gondhoraj Chicken Momo: মাত্র ৪০ টাকায় ৫ পিস! চিকেন গন্ধরাজ মোমো এবার কলকাতার খুব কাছে, জানুন ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল