সেই তালিকাতেই যোগ হয়েছে ‘গন্ধরাজ মোমো’। সৃজনশীলতায় বাঙালি বরাবরই গোল দেয় অন্যদের। আর সেই গন্ধরাজের ছোঁয়া লেগেছে মোমোয়। ৫ পিস গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে মাত্র ৪০ টাকায়।
গ্রাম কিংবা শহরে সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি মন কাড়ে সেটি হল মোমো। সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, তাঁদের জন্য রইল এই ঠেকের খবর।
advertisement
আরও পড়ুন: কেউ হয়তো নাক সিঁটকাবেন, কিন্তু সেরার মুকুট পরল দেশের এই পানীয়, তালিকায় বিরাট চমক!
যেখানে মাত্র ৪০ টাকায় ৫ পিস চিকেন গন্ধরাজ পেয়ে যাবেন। আর এই গন্ধরাজ মোমোয় নেই কোনও সবুজ রং, শুধু মন মাতানো গন্ধরাজ লেবুর গন্ধ আর ভরপুর চিকেন দেওয়া। এই মোমো পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে শহরের জামরুল তলায়। শুধু গন্ধরাজ নয়, আরও অনেক ভ্যারাইটির চিকেন মোমো মেলে এই ফুডস্টলে, আর তাই খেতেই ভিড় জমাচ্ছেন বসিরহাটের খাদ্যরসিক মানুষ।
জুলফিকার মোল্যা





