রাত ১২'টা নাগাদ রীতিমতো স্টেশনের প্ল্যাটফর্মে কেক কেটে পালিত হল শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা রেলস্টেশনের জন্মদিন। তবে এই জন্মদিন পালনের উদ্যোগ রেল কর্তৃপক্ষের নয়, আয়োজন করেছিলেন সংস্কৃতির এই শহরের একঝাঁক তরুণ তুর্কি। আর তাতেই স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন উপস্থিত রেল যাত্রীরারাও।
আরও পড়ুনঃ রবিবার প্রাথমিকের টেট, পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, এক ক্লিকে জানুন
advertisement
রেলের ইতিহাস ঘেঁটে জানা গিয়েছে, আজ থেকে ১৪০ বছর আগে ১৮৮৩ খ্রিস্টাব্দে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ন'টায় প্রথম শিয়ালদহ থেকে গোবরডাঙায় এসেছিল ট্রেন। সেই কথা মাথায় রেখেই, দিনটিকে স্মরণীয় করে রাখতে রাতেই গোবরডাঙা স্টেশনে জন্মদিন পালন হয়। এ ছাড়াও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে পালন করা হল গোবরডাঙা বাসীদের তরফে।
গোবরডাঙ্গা স্টেশনের ১৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশের পাশাপাশি আলোচনা সভা, নাচ, গান, বক্তৃতার আয়োজন করা হয়। গোবরডাঙা স্টেশনে বছরের পর বছর ধরে যাতায়াত করতে করতে এই স্টেশনের প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে রেল যাত্রীদের। আর তাই ভালবাসার অস্তিত্বকে স্মৃতির অ্যালবামে সাজিয়ে রাখতে গোবরডাঙা স্টেশনের ১৪০তম জন্মদিন পালনের বিশেষ উদ্যোগ নেওয়া হয় গোবরডাঙাবাসী ও রেল যাত্রীদের তরফে।
আরও পড়ুনঃ গ্যাস ওভেন মেরামতের মিস্ত্রি চেয়ে ফোন! তারপরের ঘটনা সাংঘাতিক
শীত উপেক্ষা করে এ দিন বহু মানুষ স্টেশনে হাজির হয়ে টিকিট কাউন্টার-সহ গোটা স্টেশন ১৪০ প্রদীপ ও বেলুন দিয়ে সাজিয়েছিলেন। যাত্রীরা তাঁদের সঙ্গে রাখা গোবরডাঙা স্টেশনের বেশ কিছু পুরনো ছবি সকলের সামনে তুলে ধরেন, নিজেদের বক্তব্যর মাধ্যমে রেল যাত্রার নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। এত আয়োজন দেখে স্টেশন মাস্টারও আপ্লুত হয়ে পড়েছিলেন। তার চাকরি জীবনে স্টেশনের জন্মদিন পালন প্রথম দেখলেন বলেও জানান তিনি।
রুদ্র নারায়ন রায়