TRENDING:

North 24 Parganas News|| ১৪০ বছরের জন্মদিন! বাংলার এই স্টেশনে রাত ১২টায় যা ঘটল, অবাক গোটা দেশ

Last Updated:

Station Birthday Celebration: ঐতিহ্য ও সংস্কৃতির শহর গোবরডাঙায় তাই আজ যেন খুশির জোয়ার। রীতিমতো কেক কেটে স্টেশন সাজিয়ে উদযাপন হল বিশেষ দিনটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোবরডাঙা: ১৪০ বছরের ইতিহাস নিয়ে যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছে গোবরডাঙা স্টেশন। আজ তার শুভ জন্মদিন। ঐতিহ্য ও সংস্কৃতির শহর গোবরডাঙায় তাই আজ যেন খুশির জোয়ার। রীতিমতো কেক কেটে স্টেশন সাজিয়ে উদযাপন হল বিশেষ দিনটি। আর স্টেশনের এই জন্মদিন পালন করলেন গোবরডাঙার বাসিন্দারা। অনেকেই বলছেন দেশে হয়তো প্রথম কোনও স্টেশনের এ ভাবে জন্মদিন উদযাপন হল।
advertisement

রাত ১২'টা নাগাদ রীতিমতো স্টেশনের প্ল্যাটফর্মে কেক কেটে পালিত হল শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা রেলস্টেশনের জন্মদিন। তবে এই জন্মদিন পালনের উদ্যোগ রেল কর্তৃপক্ষের নয়, আয়োজন করেছিলেন সংস্কৃতির এই শহরের একঝাঁক তরুণ তুর্কি। আর তাতেই স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন উপস্থিত রেল যাত্রীরারাও।

আরও পড়ুনঃ রবিবার প্রাথমিকের টেট, পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, এক ক্লিকে জানুন

advertisement

রেলের ইতিহাস ঘেঁটে জানা গিয়েছে, আজ থেকে ১৪০ বছর আগে ১৮৮৩ খ্রিস্টাব্দে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ন'টায় প্রথম শিয়ালদহ থেকে গোবরডাঙায় এসেছিল ট্রেন। সেই কথা মাথায় রেখেই, দিনটিকে স্মরণীয় করে রাখতে রাতেই গোবরডাঙা স্টেশনে জন্মদিন পালন হয়। এ ছাড়াও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে পালন করা হল গোবরডাঙা বাসীদের তরফে।

advertisement

View More

গোবরডাঙ্গা স্টেশনের ১৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশের পাশাপাশি আলোচনা সভা, নাচ, গান, বক্তৃতার আয়োজন করা হয়। গোবরডাঙা স্টেশনে বছরের পর বছর ধরে যাতায়াত করতে করতে এই স্টেশনের প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে রেল যাত্রীদের। আর তাই ভালবাসার অস্তিত্বকে স্মৃতির অ্যালবামে সাজিয়ে রাখতে গোবরডাঙা স্টেশনের ১৪০তম জন্মদিন পালনের বিশেষ উদ্যোগ নেওয়া হয় গোবরডাঙাবাসী ও রেল যাত্রীদের তরফে।

advertisement

আরও পড়ুনঃ গ্যাস ওভেন মেরামতের মিস্ত্রি চেয়ে ফোন! তারপরের ঘটনা সাংঘাতিক

শীত উপেক্ষা করে এ দিন বহু মানুষ স্টেশনে হাজির হয়ে টিকিট কাউন্টার-সহ গোটা স্টেশন ১৪০ প্রদীপ ও বেলুন দিয়ে সাজিয়েছিলেন। যাত্রীরা তাঁদের সঙ্গে রাখা গোবরডাঙা স্টেশনের বেশ কিছু পুরনো ছবি সকলের সামনে তুলে ধরেন, নিজেদের বক্তব্যর মাধ্যমে রেল যাত্রার নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। এত আয়োজন দেখে স্টেশন মাস্টারও আপ্লুত হয়ে পড়েছিলেন। তার চাকরি জীবনে স্টেশনের জন্মদিন পালন প্রথম দেখলেন বলেও জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News|| ১৪০ বছরের জন্মদিন! বাংলার এই স্টেশনে রাত ১২টায় যা ঘটল, অবাক গোটা দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল