সিটি সাব আর্বান বাস সার্ভিসের উদ্যোগে এই বেসরকারি শীততাপ নিয়ন্ত্রিত বাস সর্বপ্রথম নিউটাউনে চালু হল বলে দাবি সংস্থার সাধারণ সম্পাদক টিটু সাহার। এই বাসগুলি সাপুরজি থেকে কারিগরী ভবন, নারকেল বাগান, সল্টলেক করুণাময়ী, সিটি সেন্টার ওয়ান, হাডকো মোড় হয়ে উল্টোডাঙা বাস ডিপো পর্যন্ত যাবে। সেখানে সরকারি বাস ডিপোর বন্ধ থাকা ১৫ নম্বর রুটের চ্যানেলে জায়গা দেওয়া হয়েছে এই নতুন বাসগুলিকে। এদিন বাস মালিকদের হাতে পারমিটের কাগজ তুলে দেওয়া হয় পাশাপাশি ফিতে কেটে নতুন বাস পরিষেবা চালু করেন মন্ত্রী। এই অত্যাধুনিক বাস গুলি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। বাসের উদ্বোধন করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরিবেশ কে বাঁচাতে পরিবেশ বান্ধব গাড়ির প্রয়োজন।
advertisement
আরও পড়ুনঃ North 24 Parganas: কেন বেড়েছে আলুর দাম! কবে দাম কমবে!
পরিবেশ বান্ধব গাড়ি চালানোর জন্য পরিবহন দপ্তর থেকে দু হাজার বাসের বরাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু লিথিয়াম ব্যাটারীর অভাবে বাস প্রস্তুত কারক সংস্থা চাহিদা মত গাড়ি সরবরাহ করতে পারছে না। আপাতত ১১৮০ টি গাড়ির বরাত দেওয়া হয়েছে। যে গুলি আগামী এক বছরের মধ্যে শহর কলকাতায় দাপিয়ে বেড়াবে। সেটার সূত্রপাত হল নিউটাউন থেকে। এধরনের গাড়ির উৎসাহ দিতে রাজ্য সরকার ব্যপক কর ছাড় দিয়েছে। বেসরকারি বাস মালিকরা এই ধরনের ইকো ফ্রেন্ডলি বাস পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
Rudra Narayan Roy