এদিন গোয়ার ৪০টি আসনের মধ্যে ৩৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়৷ দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রার্থিতালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোড়৷ উৎপলের নাম থাকে কিনা তা নিয়ে কানাঘুষো চলছিলই৷ তবে ঠাঁই হল না দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর ছেলের৷ এ যেন খোদ দশরথের রাজত্বে রাম-বাদ৷ উৎপলের বাবা মনোহর ২৫ বছর ধরে পানাজি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছেন৷ ফলে খুব স্বাভাবিক ভাবেই বাবার আসনের প্রতি টান ছিল ছেলের৷ সে গুড়ে আপাতত বালিই৷
advertisement
সুযোগ একেবারেই হাতছাড়া করেনি বিজেপি বিরোধী দলগুলি৷ তাঁকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ট্যুইটে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজেপির ইউস অ্যন্ড থ্রো পলিসির শিকার পারিক্কর পরিবার৷ উৎপল চাইলে আপ থেকে লড়তে পারেন৷ এনসিপি, কংগ্রেসও হাত বাড়িয়েই আছে৷
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে মনকষাকষি চলছিল উৎপলের৷ যার নেপথ্যে বাবার ছেড়ে যাওয়া পানাজি কেন্দ্রই৷ নিজ অবস্থানে অনড় থাকলেও উৎপলের দাবিকে কার্যত উড়িয়ে দিল গেরুয়া শিবির৷ বিজেপি যে তাঁকে টিকিট দেবে না, তা বোধহয় নিজেও আঁচ করেছিলেন উৎপল৷ দেবেন্দ্র ফড়নবীশের কথায় উৎপল প্রসঙ্গে উপেক্ষার মন্তব্যও এসেছে বারবার৷ পানাজির বর্তমান বিধায়কের জনপ্রিয়তাকে আটকানোই যে ফড়নবিশের উদ্দেশ্য তা তাঁর কথাতেই প্রকাশ পেয়েছে৷ দীর্ঘ ২৫ বছর ধরে যেই পানাজি আসনে তাঁর বাবার জিতেছেন, সেই আসনই হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ মনোহরপুত্র৷
আরও পড়ুন: ভাইয়ের বউয়ের পর এবার মামাও গেরুয়া শিবিরে, বিজেপি-কে ধন্যবাদ দিচ্ছেন অখিলেশ
তাঁকে টিকিট না দিয়ে বাবুশকে টিকিট দিয়েছে ভাজপা৷ এই বাবুশ মনোহরের মৃত্যুর পর ২০১৯-এ কংগ্রেসের টিকিটে জেতেন৷ পরে বিজেপিতে যোগ দেন৷ উৎপলকে বাদ দিয়ে এমন শিথিল প্রার্থী কেন, সে প্রশ্ন তুলতেও ভোলেননি উৎপল৷ প্রার্থী তালিকা প্রকাশের পরেই দেবেন্দ্র ফড়নবীশ জানিয়ে দিয়েছেন, কাজের মান দেখেই টিকিট বণ্টনের বিষয়টি স্থির করা হয়েছে৷ তবে শেষমেষ উৎপল কোন দলে যোগ দেন, সেদিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের৷ ভোটের ঠিক আগে মনোহর-পুত্র দলবদল করলে তা যে বিজেপির পক্ষে বড়সড় ধাক্কা হতে পারে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না৷
আরও পড়ুন: এগিয়ে আসছে ভোট, উত্তর প্রদেশে জমজমাট ঘর ভাঙানোর 'খেলা'
আরবসাগরের তীরের এই ছোট রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে প্রতি মুহূর্তে৷ শাসকদল বিজেপি এবার একক শক্তিতে লড়ছে৷ এই অবস্থায় উৎপল নিজের অবস্থান স্পষ্ট করলে তারপরে আরও পরিষ্কার হবে চিত্র৷