Uttar Pradesh Elections: এগিয়ে আসছে ভোট, উত্তর প্রদেশে জমজমাট ঘর ভাঙানোর 'খেলা'
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গত কয়েক সপ্তাহ ধরে একের পর মন্ত্রী, নেতা বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে (Samajwadi Party)। তারই "প্রতিশোধ" নিতে সুযোগ খুঁজছিল বিজেপি শিবির। (Uttar Pradesh Assembly Elections)।
#নয়াদিল্লি : যতই উত্তরপ্রদেশে ভোট (Uttar Pradesh Elections 2022) এগিয়ে আসছে, রাজনীতির "খেলা" ততই জমে উঠছে। যাকে বলে ঘর ভাঙানোর খেলা।
গত কয়েক সপ্তাহ ধরে একের পর মন্ত্রী, নেতা বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে (Samajwadi Party)। তারই "প্রতিশোধ" নিতে সুযোগ খুঁজছিল বিজেপি শিবির। বুধবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিংয়ের পুত্র প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব (Aparna Yadav Joins BJP)। তাঁর পদ্মে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল।
advertisement
advertisement
আজ সকালে দিল্লিতে দলের সদর দপ্তরে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং দলের রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিংয়ের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে নেন তিনি। অপর্ণা যাদবকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী করার পাশাপাশি ক্ষমতায় এলে তাঁকে রাজ্য মন্ত্রিসভায় সামিল করা হতে পারে বলেও সূত্রের খবর।
'দেশের স্বার্থ দেখা এবং কেন্দ্রের বিজেপি সরকারের মহিলাদের ক্ষমতায়ন' থেকে শুরু করে নানা ধরনের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপি-তে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন অপর্ণা যাদব।মুলায়মের পুত্রবধূকে দলে টেনে সপা শিবিরে "মোক্ষম ধাক্কা দেওয়া গিয়েছে" বলে মনে করছেন বিজেপি নেতারা।
advertisement
এ দিন তাঁর বিজেপিতে যোগদান প্রসঙ্গ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশবপ্রসাদ মৌর্য বলেন, "অখিলেশ যাদব শুধুমাত্র পরিবারে নয়, একজন মুখ্যমন্ত্রী, সাংসদ হিসেবেও ব্যর্থ।"
দলের রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং বলেছেন, সমাজবাদী পার্টির আমলে মহিলারা একা রাস্তায় বের হতে পারতেন না। উল্লেখ্য, ২০১৭ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে লড়াই করেছিলেন অপর্ণা যাদব। যদিও বিজেপি প্রার্থী রীতা বহুগুণা জোশির কাছে পরাজিত হন তিনি।
advertisement
এ দিকে, অপর্ণা যাদবের বিজেপি-তে যোগদানকে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর কথায়, "বিজেপিকে আমি ধন্যবাদ জানাই যে, আমরা যাঁদের টিকিট দিতে অক্ষম, তাঁদের টিকিট দিচ্ছে।" একই সঙ্গে ভাতৃবধূ অপর্ণার উদ্দেশে তিনি আরও বলেছেন, "আমি তাঁকে ধন্যবাদ জানাই। আমি আনন্দিত যে, সমাজবাদী পার্টির আদর্শ ছড়িয়ে পড়ছে। আমি নিশ্চিত আমাদের দলের আদর্শ বিজেপিতেও ছড়িয়ে পড়বে এবং গণতন্ত্র প্রস্ফুটিত হবে।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2022 10:58 PM IST