Pramod Gupta Joins BJP: ভাইয়ের বউয়ের পর এবার মামাও গেরুয়া শিবিরে, বিজেপি-কে ধন্যবাদ দিচ্ছেন অখিলেশ

Last Updated:

এ দিন বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রমোদ গুপ্ত অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টিতে এখন গুন্ডাদেরই আধিপত্য বেশি (Pramod Gupta Joins BJP)৷

বিজেপি-তে যোগ দিলেন অখিলেশে যাদবের মামা প্রমোদ গুপ্ত৷
বিজেপি-তে যোগ দিলেন অখিলেশে যাদবের মামা প্রমোদ গুপ্ত৷
এ দিন বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রমোদ গুপ্ত অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টিতে এখন গুন্ডাদেরই আধিপত্য বেশি৷
ভাতৃবধূ অপর্ণা যাদবের মতোই মামা প্রমোদ গুপ্তের বিজেপি-তে যোগদানের বিষয়টিকেও গুরুত্ব দিতে চাননি অখিলেশ৷ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, 'বিজেপি বার বার আমাদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে৷ ওরাই সেটা শেষ করতে সাহায্য করছে৷ আমি তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি৷'
advertisement
advertisement
গত সপ্তাহেই যোগী মন্ত্রিসভার সদস্য তিন ওবিসি নেতা সহ একাধিক বিজেপি বিধায়ক দলত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগদান করেছিলেন৷ এর জবাবে যাদব পরিবারের সদস্য অপর্ণা দলে টেনে পাল্টা জবাব দিয়েছিল বিজেপি৷
advertisement
সমাজবাদী পার্টির রাশ এখন কার্যত অখিলেশেরই হাতে৷ মুলায়ম সিং যাদব এখনও সাংসদ থাকলেও বয়সজনিত কারণেই নিয়মিত ভাবে দলের কর্মসূচিতে থাকেন না৷ কাকা শিবপাল যাদবের এখন দলেসেভাবে প্রভাব নেই৷ আর এক কাকা রামপাল যাদব রাজ্যসভার সাংসদ হলেও সেভাবে সামনে আসেন না তিনি৷ অখিলেশের তুতো ভাইদেরও এখন সেভাবে তাঁর পাশে দেখা যায় না৷
advertisement
এর মধ্য দুই আত্মীয়র বিজেপি-তে যোগদান দলের মধ্যে অখিলেশের একচ্ছত্র প্রভাব বিস্তারের পথ আরও পরিষ্কার করে দিল৷ যদিও এর প্রভাব ভোট বাক্সে কীভাবে পড়বে, আগামী ১০ মার্চ তার জবাব পাওয়া যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pramod Gupta Joins BJP: ভাইয়ের বউয়ের পর এবার মামাও গেরুয়া শিবিরে, বিজেপি-কে ধন্যবাদ দিচ্ছেন অখিলেশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement