Pramod Gupta Joins BJP: ভাইয়ের বউয়ের পর এবার মামাও গেরুয়া শিবিরে, বিজেপি-কে ধন্যবাদ দিচ্ছেন অখিলেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রমোদ গুপ্ত অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টিতে এখন গুন্ডাদেরই আধিপত্য বেশি (Pramod Gupta Joins BJP)৷
এ দিন বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রমোদ গুপ্ত অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টিতে এখন গুন্ডাদেরই আধিপত্য বেশি৷
ভাতৃবধূ অপর্ণা যাদবের মতোই মামা প্রমোদ গুপ্তের বিজেপি-তে যোগদানের বিষয়টিকেও গুরুত্ব দিতে চাননি অখিলেশ৷ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, 'বিজেপি বার বার আমাদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে৷ ওরাই সেটা শেষ করতে সাহায্য করছে৷ আমি তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি৷'
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট ২০২২: কৃষকদের জন্য সার ভর্তুকি হিসেবে বরাদ্দ করা হতে পারে ১.৪ লক্ষ কোটি টাকা!
গত সপ্তাহেই যোগী মন্ত্রিসভার সদস্য তিন ওবিসি নেতা সহ একাধিক বিজেপি বিধায়ক দলত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগদান করেছিলেন৷ এর জবাবে যাদব পরিবারের সদস্য অপর্ণা দলে টেনে পাল্টা জবাব দিয়েছিল বিজেপি৷
advertisement
সমাজবাদী পার্টির রাশ এখন কার্যত অখিলেশেরই হাতে৷ মুলায়ম সিং যাদব এখনও সাংসদ থাকলেও বয়সজনিত কারণেই নিয়মিত ভাবে দলের কর্মসূচিতে থাকেন না৷ কাকা শিবপাল যাদবের এখন দলেসেভাবে প্রভাব নেই৷ আর এক কাকা রামপাল যাদব রাজ্যসভার সাংসদ হলেও সেভাবে সামনে আসেন না তিনি৷ অখিলেশের তুতো ভাইদেরও এখন সেভাবে তাঁর পাশে দেখা যায় না৷
advertisement
এর মধ্য দুই আত্মীয়র বিজেপি-তে যোগদান দলের মধ্যে অখিলেশের একচ্ছত্র প্রভাব বিস্তারের পথ আরও পরিষ্কার করে দিল৷ যদিও এর প্রভাব ভোট বাক্সে কীভাবে পড়বে, আগামী ১০ মার্চ তার জবাব পাওয়া যাবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2022 4:03 PM IST