#লখনউ: দলবদলের বাজারে পর পর কয়েকদিন বিজেপি-কে ধাক্কা দিয়েছিল সমাজবাদী পার্টি (Uttar Pradesh Elections 2022)৷ এবার তার পাল্টা ফিরিয়ে দিতে শুরু করল বিজেপি৷ বুধবার দিল্লিতে বিজেপি-তে যোগ দিয়েছিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব৷ তার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি-তে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের শ্যালক এবং অখিলেশের মামা প্রমোদ গুপ্ত (Pramod Gupta Joins BJP)৷
এ দিন বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রমোদ গুপ্ত অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টিতে এখন গুন্ডাদেরই আধিপত্য বেশি৷
ভাতৃবধূ অপর্ণা যাদবের মতোই মামা প্রমোদ গুপ্তের বিজেপি-তে যোগদানের বিষয়টিকেও গুরুত্ব দিতে চাননি অখিলেশ৷ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, 'বিজেপি বার বার আমাদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে৷ ওরাই সেটা শেষ করতে সাহায্য করছে৷ আমি তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি৷'
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট ২০২২: কৃষকদের জন্য সার ভর্তুকি হিসেবে বরাদ্দ করা হতে পারে ১.৪ লক্ষ কোটি টাকা!
গত সপ্তাহেই যোগী মন্ত্রিসভার সদস্য তিন ওবিসি নেতা সহ একাধিক বিজেপি বিধায়ক দলত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগদান করেছিলেন৷ এর জবাবে যাদব পরিবারের সদস্য অপর্ণা দলে টেনে পাল্টা জবাব দিয়েছিল বিজেপি৷
আরও পড়ুন: এগিয়ে আসছে ভোট, উত্তর প্রদেশে জমজমাট ঘর ভাঙানোর 'খেলা'
সমাজবাদী পার্টির রাশ এখন কার্যত অখিলেশেরই হাতে৷ মুলায়ম সিং যাদব এখনও সাংসদ থাকলেও বয়সজনিত কারণেই নিয়মিত ভাবে দলের কর্মসূচিতে থাকেন না৷ কাকা শিবপাল যাদবের এখন দলেসেভাবে প্রভাব নেই৷ আর এক কাকা রামপাল যাদব রাজ্যসভার সাংসদ হলেও সেভাবে সামনে আসেন না তিনি৷ অখিলেশের তুতো ভাইদেরও এখন সেভাবে তাঁর পাশে দেখা যায় না৷
এর মধ্য দুই আত্মীয়র বিজেপি-তে যোগদান দলের মধ্যে অখিলেশের একচ্ছত্র প্রভাব বিস্তারের পথ আরও পরিষ্কার করে দিল৷ যদিও এর প্রভাব ভোট বাক্সে কীভাবে পড়বে, আগামী ১০ মার্চ তার জবাব পাওয়া যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akhilesh Yadav, BJP, Uttar Pradesh