TRENDING:

PM Narendra Modi: মোদির মাথায় 'রিশা'! ত্রিপুরা বিধানসভা ভোটের দিনই 'বিশেষ' পাগড়িতে প্রধানমন্ত্রী! নেপথ্যে বড় কারণ...

Last Updated:

PM Narendra Modi: ভোটের আগে প্রচারে একাধিকবার ত্রিপুরা চষেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় দেখা গেল 'রিশা'৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সকাল থেকেই শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভা ভোট। মোটের উপর নির্বিঘ্নেই চলছে ভোটদান প্রক্রিয়া। ভোটের আগে প্রচারে একাধিকবার ত্রিপুরা চষেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় দেখা গেল 'রিশা'৷ এই অভিনব পাগড়ি ত্রিপুরার ঐতিহ্যবাহী পোষাক৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement

দ্বিতীয় বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি বাম-কংগ্রেস জোটের উপরে আস্থা রাখবেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ? নাকি সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে প্রদ্যোৎ মাণিক্যর তিপরামোথা? আজ এই সিদ্ধান্তই নিতে চলেছে ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার৷ যদিও এই সব প্রশ্নের জবাব মিলবে আগামী ২ মার্চ৷ ওই দিন ত্রিপুরার সঙ্গেই মেঘালয় এবং নাগাল্যান্ড নির্বাচনেরও ফল ঘোষণা৷ যদিও উত্তর পূর্বের এই দুই রাজ্যে ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি৷y

advertisement

আরও পড়ুন: গাড়ি ভাঙচুর, মারধর! ইট-পাথর-বাঁশ! একের পর এক অশান্তি বেলাশেষের ভোটে, ত্রিপুরায় ভোট পরিসংখ্যান কত দাঁড়াল?

আরও পড়ুন: ৯৯ শতাংশ মানুষ ডাহা ফেল! বলুন তো রুটি কেন 'গোল' হয়? আপনি জানেন সঠিক উত্তর? শুনলে আকাশ থেকে পড়বেন!

আজ সকালেই ত্রিপুরার ভোটারদের উদ্দেশ্য বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে যুব সমাজ যাতে ভোট দিতে এগিয়ে আসে সেই বার্তাই শোনা গিয়েছে। এদিন ফের সেই রিশা মাথায় দেখা গেল তাকে। প্রসঙ্গত আদিবাসীদের জন্যই এক অনুষ্ঠানে এদিন যোগ দেন তিনি। প্রসঙ্গত, এবারের ত্রিপুরা বিধানসভা ভোটের অন্যতম 'ফ্যাক্টর' এই আদিবাসী-জনজাতি ভোট। তাই আজকের দিনে মোদির মাথায় রিশা পাগড়ি শোভা পাওয়া নিছকই কাকতালীয় নয় বরং রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর

বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: মোদির মাথায় 'রিশা'! ত্রিপুরা বিধানসভা ভোটের দিনই 'বিশেষ' পাগড়িতে প্রধানমন্ত্রী! নেপথ্যে বড় কারণ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল