PM Narendra Modi: মোদির মাথায় 'রিশা'! ত্রিপুরা বিধানসভা ভোটের দিনই 'বিশেষ' পাগড়িতে প্রধানমন্ত্রী! নেপথ্যে বড় কারণ...
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
PM Narendra Modi: ভোটের আগে প্রচারে একাধিকবার ত্রিপুরা চষেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় দেখা গেল 'রিশা'৷
নয়াদিল্লি: সকাল থেকেই শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভা ভোট। মোটের উপর নির্বিঘ্নেই চলছে ভোটদান প্রক্রিয়া। ভোটের আগে প্রচারে একাধিকবার ত্রিপুরা চষেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় দেখা গেল 'রিশা'৷ এই অভিনব পাগড়ি ত্রিপুরার ঐতিহ্যবাহী পোষাক৷
দ্বিতীয় বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি বাম-কংগ্রেস জোটের উপরে আস্থা রাখবেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ? নাকি সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে প্রদ্যোৎ মাণিক্যর তিপরামোথা? আজ এই সিদ্ধান্তই নিতে চলেছে ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার৷ যদিও এই সব প্রশ্নের জবাব মিলবে আগামী ২ মার্চ৷ ওই দিন ত্রিপুরার সঙ্গেই মেঘালয় এবং নাগাল্যান্ড নির্বাচনেরও ফল ঘোষণা৷ যদিও উত্তর পূর্বের এই দুই রাজ্যে ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি৷y
advertisement
advertisement
আজ সকালেই ত্রিপুরার ভোটারদের উদ্দেশ্য বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে যুব সমাজ যাতে ভোট দিতে এগিয়ে আসে সেই বার্তাই শোনা গিয়েছে। এদিন ফের সেই রিশা মাথায় দেখা গেল তাকে। প্রসঙ্গত আদিবাসীদের জন্যই এক অনুষ্ঠানে এদিন যোগ দেন তিনি। প্রসঙ্গত, এবারের ত্রিপুরা বিধানসভা ভোটের অন্যতম 'ফ্যাক্টর' এই আদিবাসী-জনজাতি ভোট। তাই আজকের দিনে মোদির মাথায় রিশা পাগড়ি শোভা পাওয়া নিছকই কাকতালীয় নয় বরং রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
Feb 16, 2023 5:51 PM IST










