TRENDING:

কাশ্মীরে সিনেমা হল খুলছে ৩০ বছর পর! আনন্দের সীমা নেই পাহাড়ের বাসিন্দাদের

Last Updated:

Multiplx in Srinagar: তিন দশক পর আবার কাশ্মীরে খুলছে হল। সন্ত্রাসের ছায়া আর নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জম্মু: দীর্ঘ ৩০ বছর পর কাশ্মীরে ফিরছে সিনেমা। কাশ্মীরের বাসিন্দাদের বিনোদন দেওয়ার লক্ষ্যে শ্রীনগর শহরে প্রথম মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে। উপত্যকার সিনেমা হলগুলি নয়ের দশকের গোড়ার দিকে সন্ত্রাসবাদী হামলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় কাশ্মীরে প্রায় ১৫ টি সিনেমা হল ছিল।
advertisement

শ্রীনগরের শিবপোরা এলাকায় অবস্থিত মাল্টিপ্লেক্সে তিনটি স্ক্রিন এবং মোট ৫২০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। আর পাঁচটা মাল্টিপ্লেক্সের মতো ডিজাইন করা হয়েছে এটি। কিন্তু তাতে কাশ্মীরের ঐতিহ্যের ছোঁয়া আছে। মালিকরা ঐতিহ্যবাহী কাশ্মীরি 'খাটমবন্ধ' ছাদ এবং পেপার মাচির নকশা যুক্ত করেছেন। সেপ্টেম্বরে এই মাল্টিপ্লেক্স জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন- তিনদিন ধরে ডেলিভারি বয় সেজে থাকল পুলিশ, ভয়ঙ্কর গ্যাং-এর খেল খতম

advertisement

মাল্টিপ্লেক্স মালিক বিকাশ ধর বলেছেন, 'তিন-চার বছর ধরে আমাদের বাড়িতে কথা হচ্ছিল। কাশ্মীরের মানুষের বিনোদনের ব্যাপক ঘাটতি রয়েছে। সে কথা ভেবে আমরা ভেবেছিলাম সিনেমাটা এমন একটা দিক যার সঙ্গে কাশ্মীরের পুরনো সম্পর্ক আছে।

প্রায় ৫২০ আসনের এই সিনেমা হলে থাকবে তিনটি অডিটোরিয়াম। পাশাপাশি থাকবে কনসেশন কাউন্টারও। এছাড়া অন্যান্য শহরের সিনেমা হলের মতো এতে খাওয়া-দাওয়ার সব জিনিস পাওয়া যাবে।

advertisement

নয়ের দশকের শুরুতে কাশ্মীরে কয়েক ডজন সিনেমা হল ছিল। কিন্তু সন্ত্রাসবাদদের হামলার জেরে উপত্যকার সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে যায়।সরকার কিছু সিনেমা হল পুনরায় খোলার চেষ্টা করেছিল। কিন্তু একের পর এক সন্ত্রাসবাদ হামলার জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

কাশ্মীরের পুরনে সিনেমা হলগুলির একটি 'ব্রডওয়ে'র মালিক ছিলেন এই পরিবার। কাশ্মীরে থিয়েটার এবং সিনেমা হলগুলির জন্য নিরাপত্তা একটি বড় ব্যাপার। কিন্তু মাল্টিপ্লেক্স মালিকরা বলছেন, তাদের কোনো আশঙ্কা নেই। কারণ তাঁরা তরুণদের বিনোদনের জন্য এটি করছেন। সিদ্ধান্তটি হৃদয় থেকে নেওয়া। এই সিদ্ধান্তের জন্য সরকারের পূর্ণ সমর্থন পেয়েছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন- Arvind Kejriwal: ভয় পেয়েছে বিজেপি, শিগগিরই সরানো হবে গুজরাতের রাজ্য সভাপতিকে, দাবি কেজরিওয়ালের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিকাশ ধর বলেছেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার পূর্ণ সহযোগিতা করছে। শ্রীনগর শহরে প্রথম মাল্টিপ্লেক্স খোলার খবর ছড়িয়ে পড়তেই কাশ্মীরের মানুষের মধ্যে আনন্দের সীমা নেই।

বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে সিনেমা হল খুলছে ৩০ বছর পর! আনন্দের সীমা নেই পাহাড়ের বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল