TRENDING:

Donald Trump on Venezuela Oil: দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের মোটিভ! আমেরিকাকে ৩-৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, বিক্রির টাকা সবটা নিয়ন্ত্রণ করবেন ট্রাম্প

Last Updated:

ট্রাম্প বলেন, ‘‘এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে৷ যাতে এতে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে ব্যবহৃত হয়৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: জানত সবাই৷ এবার তা পরিষ্কার হচ্ছে আন্তর্জাতিক মহলের কাছে৷ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাঁর দেশেরই রাজধানী থেকে তুলে এনে নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করলেন, ভেনেজুয়েলার অন্তর্বতিকালীন সরকার তাঁকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের ‘স্যাংশনড’ তেল সরবরাহ করবে৷ বাজারমূল্যেই নাকি ভেনেজুয়েলার কাছ থেকে সেই তেল কিনবে আমেরিকা৷ ভেনেজুয়েলা থেকে তেল সরাসরি আমেরিকায় পাঠানো হবে৷ এখানেই শেষ নয়, সেই তেলের বিক্রয় পর্বও নিয়ন্ত্রণ করবে ট্রাম্প প্রশাসন৷ তা থেকে যা লাভ হবে তাতে ভেনেজুয়েলা এবং আমেরিকা দুই দেশই উপকৃত হবে বলে এদিনের পোস্টে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
News18
News18
advertisement

ট্রুথ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভেনেজুয়েলার অন্তর্বর্তিকালীন সরকার আমেরিকাকে ৩০-৫০ মিলিয়ান ব্যারেল দেবে৷’’ তিনি জানান, সেই তেল বাণিজ্যিক ভাবে বিক্রি করা হবে এবং সেই সংক্রান্ত টাকা পয়সা, হিসাবও আমেরিকাই দেখাশোনা করবে৷

আরও পড়ুন: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?

advertisement

ট্রাম্প বলেন, ‘‘এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে৷ যাতে এতে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে ব্যবহৃত হয়৷’’

ট্রাম্প বলেন এ বিষয়ে তিনি জ্বালানি সংক্রান্ত সচিব ক্রিস রাইটকে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি লেখেন, ‘‘আমি জ্বালানি সচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছি৷ ওই তেল স্টোরেজ জাহাজের মাধ্যমে পাঠানো হবে এবং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আনলোড করা হবে৷’’

advertisement

ট্রাম্পের এই নতুন দাবির পরে আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা আরও স্পষ্টভাবেই মনে করছেন, ভেনেজুয়েলার তৈলভান্ডার দখল নেওয়াই আমেরিকার মূল লক্ষ্য৷

আরও পড়ুন: ‘এখন তো এটাই জীবন,’ সুপ্রিম কোর্টে জামিন আর্জি খারিজের পরে সঙ্গীকে যা বললেন উমর খালিদ

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদন অনুসারে, ভেনেজুয়েলার আধিকারিকেরা জানিয়েছেন, গভীর রাতে মার্কিন সামরিক অভিযানের সময় কমপক্ষে ২৪ জন ভেনেজুয়েলার নিরাপত্তা আধিকারিক নিহত হয়েছেন৷ তুলে নিয়ে যাওয়া গিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে৷ গত সোমবার মাদুরো এবং তাঁর স্ত্রীকে মাদক মাফিয়ার সঙ্গে জড়িত সন্দেহে নিউ ইয়র্কের আদালতে তোলা হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্যারাসুট ছিঁড়ে মাঠে পড়ল রহস্যময় ডিভাইস, আতঙ্কে কাটোয়ার দাঁইহাট! 
আরও দেখুন

তারপরেই ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তাঁর প্রশাসনই এখন ভেনেজুয়েলার নীতি ‘পরিচালনা’ করবে৷ সূত্রের খবর, ভেনেজুয়েলার তেলের ভান্ডার আমেরিকার কাছে উন্মুক্ত করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরেও চাপ সৃষ্টি করছে আমেরিকা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump on Venezuela Oil: দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের মোটিভ! আমেরিকাকে ৩-৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, বিক্রির টাকা সবটা নিয়ন্ত্রণ করবেন ট্রাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল