Arvind Kejriwal: ভয় পেয়েছে বিজেপি, শিগগিরই সরানো হবে গুজরাতের রাজ্য সভাপতিকে, দাবি কেজরিওয়ালের

Last Updated:

AAP in Gujarat: “গুজরাতে, বিজেপি আম আদমি পার্টিকে ভয় পায়। সূত্রের খবর, গুজরাত বিজেপির রাজ্য সভাপতি সিআর পাতিলকে শিগগিরই সরিয়ে দেওয়া হচ্ছে,” হিন্দিতে একটি ট্যুইটে বলেন কেজরিওয়াল।

Arvind Kejriwal Manish Sisodia
Arvind Kejriwal Manish Sisodia
#গুজরাত: শিগগিরই গুজরাত বিজেপির সভাপতিকে অপসারণ করবে দল! দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, বিজেপি খুব তাড়াতাড়িই দলের গুজরাত শাখার সভাপতি সিআর পাতিলকে অপসারণ করবে কারণ নির্বাচনী রাজ্যে আম আদমি পার্টির উপস্থিতিতে ‘আতঙ্কিত’ গেরুয়া শিবির। এই বছরের শেষ দিকে গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে তার দলের পক্ষে প্রচারের জন্য উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে গুজরাত সফরের দ্বিতীয় দিনে শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে ভাবনগর শহরের যুবদের সঙ্গে মতবিনিময় করবেন কেজরিওয়াল।
“গুজরাতে, বিজেপি আম আদমি পার্টিকে ভয় পায়। সূত্রের খবর, গুজরাত বিজেপির রাজ্য সভাপতি সিআর পাতিলকে শিগগিরই সরিয়ে দেওয়া হচ্ছে,” হিন্দিতে একটি ট্যুইটে বলেন কেজরিওয়াল। “বিজেপি কি এত ভয় পেয়েছে?” প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি।
advertisement
গত সোমবার কেজরিওয়াল আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে মহাভারতের ‘ধর্মযুদ্ধ’ হিসাবে দেখার চেষ্টা করেছিলেন। যেখানে শাসক দলের হাতে তদন্ত সংস্থা সিবিআই এবং ইডির ‘সেনাবাহিনী’ রয়েছে, আর আপের পক্ষে রয়েছে ‘ভগবান কৃষ্ণের সমর্থন’। আপের জাতীয় আহ্বায়ক বিজেপিকে কৌরবদের সঙ্গে তুলনা করেন এবং পাণ্ডবদের সঙ্গে নিজের দলের তুলনা করেছেন।
advertisement
সবরকান্থা জেলার হিম্মতনগর শহরে একটি বৈঠকে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল দাবি করেন, বিজেপি শাসিত গুজরাত পরিবর্তনের জন্য আকুল হয়ে অপেক্ষা করছে এবং AAP জনগণের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছে। এই কারণেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে অভিযান চালিয়েছে।
advertisement
দিল্লিতে আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে সিবিআই শুক্রবার মণীশ সিসোদিয়ার বাড়িতে এবং দেশের অন্যান্য ৩০ টি স্থানে অভিযান চালিয়েছিল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার এই বিষয়ে তদন্তের সুপারিশের পরই কেন্দ্রীয় সংস্থা সিসোদিয়া এবং অন্যদের এই মামলায় অভিযুক্ত করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal: ভয় পেয়েছে বিজেপি, শিগগিরই সরানো হবে গুজরাতের রাজ্য সভাপতিকে, দাবি কেজরিওয়ালের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement