Digha Boat Ride: দিঘার সমুদ্রে স্পিডবোটে চড়ার শখ? হয়ে যান সতর্ক! এই নিয়মগুলি না মানলেই পড়বেন বিপদে
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Digha Boat Ride: জগন্নাথ মন্দিরের পর দিঘায় স্পিডবোট রাইড পর্যটকদের নতুন আকর্ষণ। তবে লাইফ জ্যাকেট, আবহাওয়া যাচাই ও চালকের নির্দেশ না মানলে এই আনন্দই বড় বিপদের কারণ হতে পারে
advertisement
আর এখন দিঘা ভ্রমণে পর্যটকদের প্রধান আকর্ষণ স্পিডবোট রাইড। সমুদ্রের বুকে স্পিডবোটে চেপে ছুটে চলা আর মাঝ সমুদ্রে গিয়ে ছবি তোলা। এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে থাকেন পর্যটকেরা। তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত স্পিডবোট চড়ার লম্বা লাইন চোখে পড়ে। তবে আনন্দের মাঝেই লুকিয়ে থাকে বড় বিপদের আশঙ্কা। স্পিডবোটে আগে অবশ্যই এই নিয়মগুলি মনে রাখতে হবে, নইলে বড় বিপদ।
advertisement
বিশেষজ্ঞদের মতে, স্পিডবোটে চড়ার সময় সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাইফ জ্যাকেট। স্পিডবোটে ওঠার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। শুধু পরলেই হবে না, সেটি ঠিকমত বাঁধা আছে কি না, তা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে পর্যটকেরা বিষয়টি এড়িয়ে যান, যা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement







