TRENDING:

Best Geyser : এই শীতে গিজার কেনার আগে কোন কোন বিষয় দেখতে হবে? জেনে রাখুন, অনেক টাকা বাঁচাতে পারবেন খুব সহজেই

Last Updated:
Geyser Buying Tips- গিজার কেনার সময় যদি একটু বিবেচনা করা যায় তা হলে পরে না টাকার ক্ষতি হয়, না প্রতিদিনের ঝামেলা থাকে। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে বা শুধু দাম দেখে গিজার কিনে ফেলে এবং কয়েক মাসের মধ্যেই আফসোস করতে শুরু করে। তাই গিজার কেনার আগে কিছু জরুরি বিষয় ভালভাবে বোঝা খুবই প্রয়োজন।
advertisement
1/7
এই শীতে গিজার কেনার আগে কোন কোন বিষয় দেখতে হবে? জেনে রাখুন
গিজার কেনার সময় যদি একটু বিবেচনা করা যায় তা হলে পরে না টাকার ক্ষতি হয়, না প্রতিদিনের ঝামেলা থাকে। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে বা শুধু দাম দেখে গিজার কিনে ফেলে এবং কয়েক মাসের মধ্যেই আফসোস করতে শুরু করে। তাই গিজার কেনার আগে কিছু জরুরি বিষয় ভালভাবে বোঝা খুবই প্রয়োজন।
advertisement
2/7
কোন গিজার নেবেন?সবার আগে গিজারের ধরনের দিকে নজর দেওয়া উচিত। বাজারে মূলত দুই ধরনের গিজার পাওয়া যায়—স্টোরেজ এবং ইনস্ট্যান্ট। স্টোরেজ গিজারে আগে জল গরম হয়ে জমা থাকে, তাই এটি পরিবারের জন্য বেশি উপযোগী। অন্যদিকে ইনস্ট্যান্ট গিজার সঙ্গে সঙ্গে জল গরম করে, কিন্তু এর ধারণক্ষমতা কম হয়। যদি বাড়িতে এক–দুজন মানুষ থাকে এবং জলের প্রয়োজন কম হয়, তাহলে ইনস্ট্যান্ট গিজার কাজে লাগতে পারে।
advertisement
3/7
পরিবারের সদস্য কম হলে ৫ লিটারের গিজার উপযুক্ত, আর ৪–৫ জনের পরিবারের জন্য ২০ লিটারের গিজার বেশি ভাল বলে ধরা হয়। যদি বালতি দিয়ে স্নান করেন, তা হলে কম স্টোরেজ-এর গিজারও চলতে পারে।
advertisement
4/7
বিদ্যুৎ খরচও একটি গুরুত্বপূর্ণ বিষয়। গিজার প্রতিদিন ব্যবহার করা হয়, তাই কম বিদ্যুৎ খরচ করে এমন মডেল নেওয়াই বুদ্ধিমানের কাজ। ৪ বা ৫-স্টার রেটিংযুক্ত গিজার শুরুতে একটু দামী মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমিয়ে তার দাম পুষিয়ে দেয়।
advertisement
5/7
গিজার কেনার সময় সেফটি ফিচার কখনোই উপেক্ষা করা উচিত নয়। জল আর বিদ্যুতের সংমিশ্রণ বিপজ্জনক হতে পারে। তাই এমন গিজার নেওয়া দরকার যাতে অটো কাট-অফ, থার্মাল প্রোটেকশন এবং প্রেশার রিলিজ ভালভের মতো ফিচার থাকে। এই ফিচারগুলো গিজারকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচায় এবং দুর্ঘটনার ঝুঁকি কম করে।
advertisement
6/7
ট্যাংকের মেটেরিয়ালও গিজারের আয়ু নির্ধারণ করে। স্টেইনলেস স্টিল বা গ্লাস-কোটেড ট্যাংক বেশি মজবুত হয় এবং সহজে নষ্ট হয় না। এগুলোর মধ্যে জং ধরার সম্ভাবনাও কম থাকে, ফলে গিজার দীর্ঘদিন ভালোভাবে কাজ করে।
advertisement
7/7
যদি আপনার এলাকায় জলের মান হার্ড বা খারাপ (লবণাক্ত) হয়, তাহলে জলের গুণমানের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। এমন জলে সাধারণ গিজার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই অ্যান্টি-স্কেল বা অ্যান্টি-করোশন প্রোটেকশনযুক্ত গিজার নেওয়াই ভাল।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Best Geyser : এই শীতে গিজার কেনার আগে কোন কোন বিষয় দেখতে হবে? জেনে রাখুন, অনেক টাকা বাঁচাতে পারবেন খুব সহজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল