তিনদিন ধরে ডেলিভারি বয় সেজে থাকল পুলিশ, ভয়ঙ্কর গ্যাং-এর খেল খতম

Last Updated:

Mumbai police: ডেলিভারি বয় সেজে বড় সাফল্য পুলিশের।

#মুম্বই: মুম্বই পুলিশ চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি বড় গ্যাং-এর খেল খতম করেছে। মুমবই পুলিশ ফিল্মি স্টাইলে অ্যাকশন নিয়ে দুই চেইন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের ধরতে মুম্বই পুলিশের কর্মীদের ডেলিভারি বয়ের ছদ্মবেশ নিতে হয়েছিল।
পুলিশ জানায়, অভিযুক্ত দুজনই মর্নিং ওয়াকে যাওয়া লোকজনকে টার্গেট করত। গ্রেফতার হওয়া যুবকদর নাম ফিরোজ শেখ ও জাফর ইউনুস। দুজনেই আম্বিভালির বাসিন্দা।
আরও পড়ুন- কাজ করার সুযোগ মিলছে না, সোশ্যাল মিডিয়ায় সরব ত্রিপুরার তৃণমূল নেতা
পুলিশ জানিয়েছে, জয়ন্ত রাসনে নামে এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, মর্নিং ওয়াকের সময় ন্যাশনাল পার্কের কাছে দু'জন বাইকচালক তাঁর সোনার চেন টেনে নিয়ে যায়। এই অভিযোগের পর মুম্বই পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরা স্ক্যান করতে শুরু করে।
advertisement
advertisement
প্রায় ৩০০টি ক্যামেরা যাচাই করার পর মুম্বই পুলিশ জানতে পেরেছিল, কস্তুরবা মার্গ সহ পশ্চিম মুম্বাইয়ের অন্যান্য এলাকায় চেইন ছিনতাইয়ের ঘটনার পিছনে একই গ্যাং রয়েছে। তদন্তে জানা যায়, অপরাধে ব্যবহৃত বাইকটি থানের একটি রেলস্টেশনের বাইরে পার্কিং লটে পার্ক করা হয়েছে।
অভিযুক্তরা নিশ্চয়ই এই বাইক নিতে আসবে বলে পুলিশের সন্দেহ ছিল। অভিযুক্তকে ধরার জন্য পুলিশের একটি দল বিতালওয়াড়ি এবং আম্বিভালিতে ৩ দিন ধরে ডেলিভারি বয়ের ছদ্মবেশে থাকে।
advertisement
আরও পড়ুন- বাবা দোকানের কর্মী, মা দর্জি, গণিত ও অর্থনীতি পড়তে বৃত্তি নিয়ে আমেরিকার পথে প্রত্যন্ত গ্রামের কিশোরী
তিন দিন পর অভিযুক্তরা পার্ক করা বাইকটি নিতে আসে। পুলিশ আগেই বাইকের প্লাগ বের করে ফেলেছিল। তাই তারা আর পালাতে পারেনি। অভিযুক্তদের কাছ থেকে দুটি বাইক ও চেইন উদ্ধার করা হয়েছে। তবে ওই এলাকা থেকে যুবকদের গ্রেফতার করতে পুলিশকে বেগ পেতে হয়। কারণ মহিলারা পুলিশকে বাধা দিতে শুরু করেছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তিনদিন ধরে ডেলিভারি বয় সেজে থাকল পুলিশ, ভয়ঙ্কর গ্যাং-এর খেল খতম
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement