আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড, ফটো জার্নালিস্টের মাথায় লোহার রড দিয়ে আঘাত প্রতিবেশীর! ঘটনাস্থলেই মৃত্যু
মাইনার বোনের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কালে তার স্ত্রীর সঙ্গে তিনটি মেয়ে জন্ম দেওয়ার কারণে প্রায়ই তর্ক করত এবং এই বিষয়ে তার স্ত্রীকে রেগে গিয়ে অপমান করত।
সে আরও জানিয়েছে, এমন ঘটনা এক আধদিনের নয়৷ প্রায় রোজই লেগে থাকত৷ প্রতিবেশীরা গিয়ে বারবার পরিস্থিতির সামাল দিত৷ অবশেষে আসল সেই ভয়ঙ্কর দিন, যখন স্বামী চরম সিদ্ধান্তই নিয়ে ফেলল৷ এটাই যে, জ্বালিয়ে দিতে হবে স্ত্রীকে৷
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা! অভিনেত্রীর দ্রুত গতির গাড়ি পিষে দিল দুই শ্রমিককে, একজনের মৃত্যু
মাইনার বোনের কথায়, বৃহস্পতিবার রাতে, এক ভয়ঙ্কর তর্কের পর, সে মাইনার ওপর পেট্রোল ঢেলে তাকে আগুন ধরিয়ে দেয়। শরীরে আগুন নিয়েই মাইনা ঘর থেকে চিৎকার করতে করতে বের হয়ে আসে বাইরে৷ নিমেষে ঘটনাস্থলে লোকজন জড় হয়ে যায়৷ তারা আগুন নেভানোর প্রাণপন চেষ্টা করলেও লাভ হয়নি। এক পুলিশ কর্তা জানিয়েছেন, মারাত্মকভাবে পুড়ে যায় মহিলাটি৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়, কিন্তু পথেই মারা যায় সে৷
কালে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, গাঙ্গাখেদ পুলিশ স্টেশন জানায়।