কোলাপুরের শিরোল তালুক এলাকায় ঘোসরওয়াড় এলাকার জানকী বৃদ্ধাশ্রমে থাকতেন অনুসুইয়া শিন্ডে এবং বাবুরাও পাতিল। বৃদ্ধাশ্রমে থাকতে থাকতেই প্রেমে পড়েন জীবনের উপান্তে পৌঁছে যাওয়া এই যুগল। মনের দ্বিধা, সমাজের রক্তচক্ষু-সব উপেক্ষা করে আজ ৭৫ বছরের বাবুরাও এবং ৭০ বছর বয়সি অনুসুইয়া দম্পতি। তাঁরা দুজন এখন আলোচনার কেন্দ্রে।
আরও পড়ুন : সারময়েদের জন্য বিশেষ ধাবা! পোষ্যদের জন্য হাজির খাবার থেকে জন্মদিনের কেকও
advertisement
অনুসুইয়া পুণের ভাগোলি এলাকার বাসিন্দা। বাবুরাও থাকতেন শিরোল তালুকের শিবনাকবড়িতে। জীবনসঙ্গীকে হারিয়ে গত দু’ বছর ধরে থাকছিলেন এই বৃদ্ধাশ্রমে। শারীরিক ভাবে সচল হলেও মানসিক দিক থেকে ছিলেন নিঃসঙ্গ। দুজনে গল্প করে হাল্কা করতেন মনের ভার। অবশেষে অনুসুইয়াকে প্রেমের প্রস্তাব দেন বাবুরাও। তাঁর প্রস্তাবে সম্মতি জানান অনুসুইয়া। এর পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁদের ইচ্ছে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন চারপাশের পরিচিতরা।
আরও পড়ুন : দিদি লম্বা, বোন খর্বকায়, উচ্চতার ব্যবধান আকাশপাতাল! কে বলবে এরা যমজ বোন
স্থানীয় গ্রামবাসী এবং বৃদ্ধাশ্রমের আধিকারিকদের উপস্থিতিতে বিয়ে করেন বাবুরাও এবং অনুসুইয়া। বিয়ের পর বাবুরাও বলেন, নিঃসঙ্গ বোধ করায় তিনি বৃদ্ধাশ্রমে আসেন। বিয়ের পর তিনি খুশি। নতুন কনে অনুসুইয়ার কথায়, "বাবুরাও প্রোপোজ করার পর ৮ দিন সময় নিই উত্তর দেওয়ার আগে। এখন মনে হচ্ছে বিয়ের প্রস্তাবে সম্মত হয়ে ঠিকই করেছি। "