Twin Sisters: দিদি লম্বা, বোন খর্বকায়, উচ্চতার ব্যবধান আকাশপাতাল! কে বলবে এরা যমজ বোন

Last Updated:

Twin Sisters: বিশ্বে বর্তমানে নন আইন্ডেটিক্যাল যমজ বোনদের মধ্যে এটাই সবথেকে বেশি উচ্চতার ব্যবধান

বিশ্বে বর্তমানে নন আইন্ডেটিক্যাল যমজ বোনদের মধ্যে এটাই সবথেকে বেশি উচ্চতার ব্যবধান
বিশ্বে বর্তমানে নন আইন্ডেটিক্যাল যমজ বোনদের মধ্যে এটাই সবথেকে বেশি উচ্চতার ব্যবধান
ইয়োশি এবং মিশি কিকুচি। জাপানের বাসিন্দা দুই যমজ বোন। কিন্তু ওকায়ামার এই দুই তরুণীর উচ্চতার মধ্যে আড়াই ফুটের বেশি ব্যবধান। যমজ দুই বোনই জায়গা পেয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বে বর্তমানে নন আইন্ডেটিক্যাল যমজ বোনদের মধ্যে এটাই সবথেকে বেশি উচ্চতার ব্যবধান।
যমজ সন্তান মানেই দেখতে একরকম-এই ধারণা নস্যা‍ত করে দিয়েছেন ইয়োশি এবং মিশি। দুজনে সম্পূর্ণ আলাদারকম দেখতে। তার মধ্যে ইয়োশির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। মিশি উচ্চতায় মাত্র ২ ফুট ১০ ইঞ্চি। তাঁদের জন্ম ১৯৮৯ সালের ১৫ অক্টোবর। মেরুদণ্ডের জন্মগত অসুখে আক্রান্ত হওয়ার ফলে মিশির শারীরিক বৃদ্ধি থেমে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
বর্তমানে ইয়োশি নিজেও একজন মা। মিশি থাকেন তাঁর বাবা মায়ের সঙ্গেই। তাঁর বাবার একটি মন্দির আছে। সেখানেই তিনি দৈনন্দিন কাজে সাহায্য করেন। মিশি জানিয়েছেন এক সময় নিজের উচ্চতার জন্য তিনি সব সময় লজ্জা ও সঙ্কোচে কুঁকড়ে থাকতেন। কিন্তু পরে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেই দেখেছেন নিজের খর্বকায় উচ্চতাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই মেনে নিয়েছেন বিশ্বের সবথেকে কম উচ্চতাসম্পন্ন ব্যক্তিটি। তার পর থেকে মনোকষ্ট ঝেড়ে ফেলেছেন মিশি।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Twin Sisters: দিদি লম্বা, বোন খর্বকায়, উচ্চতার ব্যবধান আকাশপাতাল! কে বলবে এরা যমজ বোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement