TRENDING:

Hottest March in India: রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি তীব্র দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?

Last Updated:

Hottest March in India: চলতি বছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা গড়পড়তায় পৌঁছেছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে৷ ১৯০১ সালের পর থেকে যা রেকর্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : গত ১২২ বছরে উষ্ণতম মার্চ মাস (Hottest March in India) কাটাল ভারত৷ (summer in India) জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর৷ ২০১০ সালের মার্চে পারদ যে রেকর্ড গড়পড়তা উচ্চতা স্পর্শ করেছিল, তাকেও ছাপিয়ে গিয়েছে এ বছরের পরিসংখ্যান৷(weather forecast)
Hottest March in India
Hottest March in India
advertisement

চলতি বছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা গড়পড়তায় পৌঁছেছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে৷ ১৯০১ সালের পর থেকে যা রেকর্ড৷ ২০ মার্চ দিল্লির পীতমপুরা পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা ধরা পড়ে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা এ বছর এখনও অবধি সর্বোচ্চ তাপমাত্রা৷ হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, পঞ্জাব, রাজস্থান-সহ দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি বেশি৷

advertisement

তবে মার্চে এই আকাশচুম্বী পারদ গমন সম্পূর্ণ পূর্বাভাসহীন নয়৷ গত দু’ বছরের মার্চেও তাপমাত্রার রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছিল৷ মাসিক সর্বোচ্চ তাপমাত্রার গড়পড়তার হিসেবে ২০২১-এর মার্চ ভেঙে দিয়েছিল ১২১ বছরের রেকর্ড৷ বলছে আবহাওয়া দফতরের পরিসংখ্যান৷

আরও পড়ুন : তন্বী বিশ্বসুন্দরী থেকে পৃথুলা ! হরনাজের স্থূলতার পিছনের দায়ী এই জটিল অসুখ

advertisement

চৈত্রেই তাপপ্রবাহের কারণ-

বিশেষজ্ঞদের মত, শুধু ভারতেই এই ছবি নয়৷ সারা বিশ্ব জুড়েই ধরা পড়েছে দহনজ্বালার তীব্রতা৷ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানী রাজেন্দ্র জেনামণি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘সারা বিশ্ব জুড়েই গত দু’ দশকে দেখা গিয়েছে উষ্ণতম কিছু বছর৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে আবহাওয়ার তীব্রতা এবং তার স্থায়িত্বের উপর৷ এই ছবি ধরা পড়েছে ভারতেও-তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাত-যা-ই হোক না কেন, আবহাওয়ার তীব্রতা ধরা পড়ছে৷’’ গত কয়েক বছর ধরে কোথাও খরার স্থায়িত্ব দীর্ঘতর হয়েছে৷ কোথাও আবার বৃষ্টিপাত হয়েছে সাঙ্ঘাতিক৷

advertisement

আরও পড়ুন : গরম পড়তে না পড়তেই ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছেন? কত বড় ক্ষতি করছেন জানেন?

আরও পড়ুন : গরম পড়তে না পড়তেই ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছেন? কত বড় ক্ষতি করছেন জানেন?

এপ্রিলেও দহনজ্বালা-

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর পশ্চিম, মধ্যভারত এবং উত্তর পূর্বের কিছু অংশে এপ্রিলেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি৷ পাশাপাশি, সামান্য হলেও আছে বৃষ্টিপাতের সুখবরও৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর পশ্চিম ও মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Hottest March in India: রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি তীব্র দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল