TRENDING:

Supreme Court on Street Dogs: পথকুকুরদের পাশে শর্মিলা ঠাকুর...সুপ্রিম কোর্টে সওয়াল! ‘আপনি বাস্তব থেকে অনেক দূরে,’ মন্তব্য আদালতের

Last Updated:

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি৷ পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণের চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নয়াদিল্লি: পথকুকুর পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল৷ প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সেই সমস্ত সওয়ালই কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ পথকুকুর সংক্রান্ত সমস্যা ঘিরে একমুখী সমাধানের পক্ষে শীর্ষ আদালতে শুক্রবার একাধিক সওয়াল করছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের আইনজীবী৷ তা শুনে একের পর এক তা খারিজ করে সুপ্রিম কোর্ট৷ জানায়, ‘‘আপনি বাস্তব থেকে অনেক দূরে৷’’

advertisement

সম্প্রতি, রাস্তা, রেল স্টেশন, হাসপাতাল, স্কুল, সব জায়গা থেকেই পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তবে পথকুকুরদের সমস্যা মেটানোর জন্য তাদের নিজেদের ‘এলাকা’ থেকে সরিয়ে ফেলা উপযুক্ত সিদ্ধান্ত নয় বলে আদালতে জানান শর্মিলা ঠাকুর৷ তা প্রমাণ করতে বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেন তাঁর আইনজীবী

advertisement

সুপ্রিম কোর্টে শর্মিলা ঠাকুরের আইনজীবী জানান, ‘‘এমন অনেক কুকুর থাকে, যাঁদের সত্যিই সরিয়ে ফেলার প্রয়োজন রয়েছে৷ তবে, সাধারণ নিরীহ পথকুকুর এবং আগ্রাসী পথকুকুরদের মধ্যে পৃথকীকরণ প্রয়োজন৷ যেমন, AIIMS -এ ‘গোল্ডি’ নামের একটি কুকুর আছে৷ বহু বছর সে ওখানেই থাকে৷ কারও ক্ষতি করে না৷’’

advertisement

আরও পড়ুন: ‘১০-০ গোলে হারবে,’ I-PAC কাণ্ডে প্রথমবার সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! তাহেরপুর থেকে ছুঁড়লেন চ্যালেঞ্জ

সেই উদাহরণ খারিজ করে সুপ্রিম কোর্ট পাল্টা জানায়, ‘‘ওই কুকুরটিকে কি হাসপাতালের অপারেশন থিয়েটারেও নিয়ে যাওয়া হয়? যে কোনও পথকুকুরদের গায়ে টিক (এক ধরনের পোকা) থাকে৷ সেই কুকুর যদি হাসপাতালে থাকে, তার ভয়ঙ্কর পরিণতি হতে পারে৷ আপনি বাস্তব থেকে অনেক দূরে৷ হাসাপাতালে কুকুরের থাকাকে মহিমান্বিত করবেন না৷’’

advertisement

এছাড়া, যে সমস্ত কুকুর আগ্রাসী বা কারওকে কামড়েছে, তেমন কুকুরদের আলাদা রঙের কলার পরানোর কথাও বলেন শর্মিলা ঠাকুরের আইনজীবী৷ জানান, জর্জিয়া, আর্মেনিয়ার মতো দেশে এই ব্যবস্থা প্রচলিত রয়েছে৷ ওই সমস্ত দেশের নাগরিকের সংখ্যার তুলনা টেনে আইনজীবীর সেই দাবিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷

আরও পড়ুন: মুখ দিয়ে গল গল করে ঝরছে রক্ত! গণবিক্ষোভের ‘মুখ’ এখন এই বৃদ্ধা, আগুন জ্বলছে ইরানে

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নিপথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণের চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷

শর্মিলা ঠাকুর তাঁর আইনজীবী মারফত অবোলা পথকুকুরদের হয়ে আদালতে সওয়াল করেন, ‘‘পথকুকুরদের এই সমস্যার বিষয়টি নিয়ন্ত্রণ করতে বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া উচিত৷ অ্যানিমাল বার্থ কন্ট্রোল (এবিসি)-এর নিয়ম ফলপ্রুফ না-ও হতে পারে৷ তাই এটা খতিয়ে দেখা দরকার৷ এরউত্তর হল বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং জায়গা বিশেষে সমাধানের ফ্রেমওয়ার্ক তৈরি করা৷ তারপরে পথকুকুরদের তুলে চিকিৎসা করিয়ে তারপর নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত৷’’

সুপ্রিম কোর্টে গত বৃহস্পতিবার জানানো হয়েছিল যে ভারতের সমস্ত রাস্তা থেকে পথকুকুরদের সরাতে ২৬, ৮০০ কোটি টাকা খরচ হতে পারে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঝালমুড়ি, চাট, চপ, মোমো...! এলাহি আয়োজন পড়ুয়াদের,ফুড হাবের চেহারাই হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Street Dogs: পথকুকুরদের পাশে শর্মিলা ঠাকুর...সুপ্রিম কোর্টে সওয়াল! ‘আপনি বাস্তব থেকে অনেক দূরে,’ মন্তব্য আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল