TRENDING:

'নিজের দায়িত্ব পালনে মনোনিবেশ করাই উচিত হবে...' উমর খালিদকে মামদানির চিঠি প্রসঙ্গে কড়া বার্তা দিল ভারত

Last Updated:

তিনি বলেন, "আমরা আশা করি অন্য গণতন্ত্রে জনপ্রতিনিধিরা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবেন। ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ করা পদে থাকা ব্যক্তিদের জন্য শোভনীয় নয়। এই ধরনের মন্তব্য না করে তাদের উপর অর্পিত দায়িত্বের উপর মনোনিবেশ করা ভাল।" 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ গত পাঁচ বছর ধরে তিহাড় জেলে বন্দি৷ সম্প্রতি তাঁর জামিনের আর্জির শুনানির আগে আগে সামনে আসে তাঁকে লেখা নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানির একটি চিঠি৷ জোহরান মামদানির কারাবন্দী কর্মী উমর খালিদকে লেখা সেই চিঠি নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়ায় জানাল ভারত। উমর খালিদের পার্টনার বনজ্য়োৎস্না লাহিড়ী মামদানির হাতে লেখা চিঠিটির কথা প্রকাশ্যে নিয়ে আসার পরে, এই প্রথম এ বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে এল৷ শুক্রবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের (এমইএ) আধিকারিক রণধীর জয়সওয়াল জানান, অন্য গণতন্ত্রের জনপ্রতিনিধিদের উচিত ভিন দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রাখা।
News18
News18
advertisement

তিনি বলেন, “আমরা আশা করি অন্য গণতান্ত্রিক দেশের জনপ্রতিনিধিরা ভিন দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবেন। কোনও গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ করা শোভনীয় নয়। এই ধরনের মন্তব্য না করে তাঁদের উপর অর্পিত দায়িত্বের উপর মনোনিবেশ করা ভাল।” 

গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্দি প্রাক্তন ছাত্রনেতার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন সদ্য নির্বাচিত নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ ২০২০ সাল থেকে জেলে। নিউ ইয়র্কের মেয়র পদে আনুষ্ঠানিক শপথ নেওয়ার পরে উমরকে লেখা তাঁর সংক্ষিপ্ত চিঠি প্রকাশ্যে আসে। সেই চিঠিতে মামদানি লিখেছিলেন, ‘‘প্রিয় উমর, তিক্ততা নিয়ে তোমার কথাগুলো আমার প্রায়ই মনে পড়ে। তুমি বলতে, তিক্ততা যেন কখনও নিজের সত্তাকে গ্রাস করে না-ফেলে, তা খুব গুরুত্বপূর্ণ। তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ভাল লেগেছে। আমরা সকলে তোমার কথা ভাবছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার সমুদ্রতটে ওগুলো কী...? যেন সবুজ কার্পেটে ঢেকেছে স্নানঘাট, 'ফাঁদে' পড়ছেন পর্যটকরা!
আরও দেখুন

পাঁচ বছর ধরে জেলবন্দি৷ গত সোমবার মুক্তির আরেকটা দরজাও বন্ধ হয়ে যায় জওহরলাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা আন্দোলনকারী উমর খালিদের৷ দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত বাকি ৫ জনের জামিন মঞ্জুর হলেও জামিন খারিজ হয় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন৷ তারপরে সামনে আসে উমর খালিদের প্রথম প্রতিক্রিয়া৷ সুপ্রিম কোর্টের রায়ের পরে উমর খালিদের সঙ্গে নিজের সংক্ষিপ্ত কথপোকথন সোশ্যাল মিডিয়া ‘X’ -এ পোস্ট করেন তাঁর পার্টনার বনজ্যোৎস্না লাহিড়ী৷ উমর বলেছিলেন, ‘‘যাঁরা জামিন পেল তাঁদের জন্য আমি সত্যিই খুব খুশি৷ খুব স্বস্তি পেয়েছি৷’’ তখন বনজ্যোৎস্না তাঁকে বলেন, ‘‘আমি কাল দেখা করতে যাব (তিহার জেলে, যেখানে উমর খালিদ বর্তমানে বন্দি)’’৷ উত্তরে উমর জানন, ‘‘ভাল ভাল, চলে এসো৷ এখন তো এটা (আমার) জীবন৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'নিজের দায়িত্ব পালনে মনোনিবেশ করাই উচিত হবে...' উমর খালিদকে মামদানির চিঠি প্রসঙ্গে কড়া বার্তা দিল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল