আরও পড়ুন: কেদারনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং শুরু, জেনে নিন ভাড়া ও সম্পূর্ণ বুকিং প্রক্রিয়া
আশ্চর্যের ব্যাপার হল এই প্রকল্পকে ব্যবহার করে উত্তরপ্রদেশের আগ্রায় এমন এক ভয়ঙ্কর জালিয়াতির ঘটনা সামনে এসেছে যা শুনলে হতবাক হয়ে যাবেন যে কেউ।
ফতেহাবাদের এক মহিলা কৃষ্ণা কুমারীর নাম ব্যবহার করে মাত্র ২.৫ বছরে ২৫ বার সন্তান জন্ম ও ৫ বার বন্ধ্যাত্বকরণের নামে টাকা তোলা হয়েছে! জননী সুরক্ষা যোজনার আওতায় এই সমস্ত লেনদেন করা হয়েছে। এসব অর্থ সরাসরি কৃষ্ণা কুমারীর নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এত ঘনঘন এক নারীর নামে টাকা ট্রান্সফারের তথ্য দেখে সন্দেহ হয় অডিট টিমের।
advertisement
অডিট রিপোর্টে গরবড় পেয়ে তদন্ত শুরু হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের কিছু অসাধু কর্মী এক মহিলার নামেই বারবার জন্ম ও বন্ধ্যাত্বকরণের নথি বানিয়ে টাকা তুলতেন এবং পরে নিজেদের মধ্যে তা ভাগ করে নিতেন। নাম ও অ্যাকাউন্ট বদলে এই প্রতারণা হলে হয়তো কোনোদিন ধরা যেত না, কিন্তু এক নামেই বারবার লেনদেন হওয়ায় গোটা চক্র ফাঁস হয়ে যায়।
এই দুর্নীতি সামনে আসতেই দায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠছে – এক স্বাস্থ্যকেন্দ্রে কতদিন ধরে এভাবে সরকারি অর্থ লুঠ হয়েছে? স্বচ্ছতা ও মানবিকতার নামে চালু হওয়া প্রকল্প যখন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষ আর কার ওপর ভরসা করবে…