Extra Marital Affair Case: মেরঠের 'মুসকান'-এর পর, এবার বিজনৌরের 'শিবানী'র কাণ্ড! প্রেমিকের সঙ্গে সংসার পাতার লোভে স্বামীকে চরম শাস্তি...

Last Updated:

Extra Marital Affair Case: প্রেমিকের সঙ্গে জীবন কাটানোর ইচ্ছায় স্বামীকে হত্যা করল স্ত্রী। বিয়ের কিছু মাসের মধ্যেই পরকীয়ায় জড়িয়ে পড়ে স্ত্রী, আর শেষ পর্যন্ত ভালোবাসার জালে আটকে ঘটায় ভয়ংকর হত্যাকাণ্ড। পুলিশ এখন ঘটনার গভীরে তদন্ত করছে...

মেরঠের 'মুসকান'-এর পর, এবার বিজনৌরের 'শিবানী'র কাণ্ড! প্রেমিকের সঙ্গে সংসার পাতার লোভে স্বামীকে চরম শাস্তি...
মেরঠের 'মুসকান'-এর পর, এবার বিজনৌরের 'শিবানী'র কাণ্ড! প্রেমিকের সঙ্গে সংসার পাতার লোভে স্বামীকে চরম শাস্তি...
বিজনৌর: উত্তরপ্রদেশের বিজনৌরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিকের সঙ্গে জীবন কাটানোর এবং স্বামীর সরকারি চাকরি নিজের নামে নেওয়ার লোভে স্ত্রী-এর ভয়ঙ্কর কাণ্ড।
শিবানী নিজের স্বামী দীপককে গলা টিপে খুন করেছে বলে অভিযোগ। দীপক ছিলেন রেলওয়ের একজন টেকনিশিয়ান এবং নাজিবাবাদ স্টেশনে কর্মরত ছিলেন। শিবানির এমন কাণ্ড মনে করিয়ে দিচ্ছে মুসকানের ভয়ঙ্কর কাণ্ডের কথা। যে টুকরো টুকরো করেছিল নিজের স্বামীকে।
advertisement
advertisement
প্রথমে শিবানী দাবি করে, দীপকের মৃত্যু হৃদরোগে হয়েছে। তবে ময়নাতদন্তে উঠে আসে যে তাঁর মৃত্যু স্বাভাবিক নয়তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশি তদন্তে শিবানীর বক্তব্য বারবার বদলাতে দেখা যায়। প্রথমে সে একাই হত্যার দায় স্বীকার করলেও, পরে তদন্তে উঠে আসে অন্যরকম তথ্য।
তদন্তে জানা গেছে, শিবানী নিজের প্রেমিকের সঙ্গে মিলে এই খুনের ছক কষে। কারণ, সে দীপককে সরিয়ে রেখে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে চায় এবং সরকারি চাকরিও নিজের নামে নিতে চায়।
advertisement
২০২৪ সালের জানুয়ারিতে শিবানী ও দীপক প্রেম করে বিবাহ করেন। তবে বিয়ের পর শিবানী বেশিরভাগ সময় নিজের বাপের বাড়িতেই থাকতো। কিছুদিন আগে তারা আদর্শ নগরে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। যদিও দীপক রেল কোয়ার্টার পেয়েছিলেন।
advertisement
জিজ্ঞাসাবাদে শিবানী প্রথমে এক যুবকের নাম জানায় যিনি লখিমপুর খিরির বাসিন্দা। কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে শিবানীর সঙ্গে সম্পর্ক অস্বীকার করে। পরে পুলিশ দীপকের এক আত্মীয়ের সঙ্গে শিবানীর সম্পর্কের খোঁজ পায় এবং তদন্ত সেই দিকেই এগোয়।
দীপকের মা পুষ্পা বলেন, “শিবানী আমাদের বাড়িতে থাকতে চাইত না। ওর নজর ছিল দীপকের সরকারি চাকরিতে।” তিনি আরও দাবি করেন, শিবানীর প্রেমিক ছিল এবং সে দীপককে সরিয়ে দিয়ে তার সঙ্গে সংসার করতে চেয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Extra Marital Affair Case: মেরঠের 'মুসকান'-এর পর, এবার বিজনৌরের 'শিবানী'র কাণ্ড! প্রেমিকের সঙ্গে সংসার পাতার লোভে স্বামীকে চরম শাস্তি...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement