Kedarnath Helicopter Booking: কেদারনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং শুরু, জেনে নিন ভাড়া ও সম্পূর্ণ বুকিং প্রক্রিয়া

Last Updated:
Kedarnath Helicopter Booking: কেদারনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং শুরু হয়েছে IRCTC ওয়েবসাইটে। গুপ্তকাশী, ফাটা ও সিরসি থেকে ভাড়া নির্ধারণ হয়েছে। যাত্রা শুরু ২ মে, অনলাইন বুকিং ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনই সম্পন্ন করুন, না হলে মিস করবেন সুযোগ...
1/10
২০২৫ সালের চারধাম যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং তারই অংশ হিসেবে কেদারনাথ হেলিকপ্টার বুকিং শুরু হয়েছে মঙ্গলবার, দুপুর ১২টা থেকে। যারা এই বার কেদারনাথ দর্শনের জন্য হেলিকপ্টারে ভ্রমণ করতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
২০২৫ সালের চারধাম যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং তারই অংশ হিসেবে কেদারনাথ হেলিকপ্টার বুকিং শুরু হয়েছে মঙ্গলবার, দুপুর ১২টা থেকে। যারা এই বার কেদারনাথ দর্শনের জন্য হেলিকপ্টারে ভ্রমণ করতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
advertisement
2/10
হেলিকপ্টারে কেদারনাথ যাত্রার জন্য IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট heliyatra.irctc.co.in থেকে অনলাইন টিকিট বুকিং করা যাচ্ছে। যাত্রা শুরু হবে ২ মে ২০২৫ থেকে, তাই আগেভাগেই বুকিং করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
হেলিকপ্টারে কেদারনাথ যাত্রার জন্য IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট heliyatra.irctc.co.in থেকে অনলাইন টিকিট বুকিং করা যাচ্ছে। যাত্রা শুরু হবে ২ মে ২০২৫ থেকে, তাই আগেভাগেই বুকিং করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
advertisement
3/10
এই পরিষেবা তিনটি প্রধান হেলিপ্যাড থেকে পাওয়া যাবে: গুপ্তকাশী, ফাটা ও সিরসি। গুপ্তকাশী থেকে কেদারনাথ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৮৫৩২ টাকা, ফাটা থেকে ৬০৬২ টাকা এবং সিরসি থেকে ৬০৬০ টাকা।
এই পরিষেবা তিনটি প্রধান হেলিপ্যাড থেকে পাওয়া যাবে: গুপ্তকাশী, ফাটা ও সিরসি। গুপ্তকাশী থেকে কেদারনাথ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৮৫৩২ টাকা, ফাটা থেকে ৬০৬২ টাকা এবং সিরসি থেকে ৬০৬০ টাকা।
advertisement
4/10
হেলিকপ্টার বুকিংয়ের জন্য কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। প্রথমে, যাত্রীদের registrationandtouristcare.uk.gov.in ওয়েবসাইটে গিয়ে চারধাম এবং শ্রী হেমকুণ্ড সাহিব যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটি “যাত্রা পঞ্জিকরণ সংখ্যা” পাওয়া যাবে, যা হেলিকপ্টার বুকিংয়ের সময় আবশ্যক।
হেলিকপ্টার বুকিংয়ের জন্য কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। প্রথমে, যাত্রীদের registrationandtouristcare.uk.gov.in ওয়েবসাইটে গিয়ে চারধাম এবং শ্রী হেমকুণ্ড সাহিব যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটি “যাত্রা পঞ্জিকরণ সংখ্যা” পাওয়া যাবে, যা হেলিকপ্টার বুকিংয়ের সময় আবশ্যক।
advertisement
5/10
IRCTC-এর হেলি বুকিং সাইটে প্রথমে সাইন আপ করতে হবে। ই-মেইল আইডি ও মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করে একটি ইউজার আইডি তৈরি করতে হবে। সেই ইউজার আইডি দিয়েই হেলিকপ্টার টিকিট বুকিং করা যাবে।
IRCTC-এর হেলি বুকিং সাইটে প্রথমে সাইন আপ করতে হবে। ই-মেইল আইডি ও মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করে একটি ইউজার আইডি তৈরি করতে হবে। সেই ইউজার আইডি দিয়েই হেলিকপ্টার টিকিট বুকিং করা যাবে।
advertisement
6/10
প্রতি ইউজার/বুকার আইডি থেকে সর্বাধিক ২টি হেলিকপ্টার টিকিট বুক করা যাবে। প্রতিটি টিকিটে সর্বোচ্চ ৬ জন যাত্রী থাকতে পারবেন। অর্থাৎ এক আইডি থেকে সর্বোচ্চ ১২ জনের বুকিং করা যাবে।
প্রতি ইউজার/বুকার আইডি থেকে সর্বাধিক ২টি হেলিকপ্টার টিকিট বুক করা যাবে। প্রতিটি টিকিটে সর্বোচ্চ ৬ জন যাত্রী থাকতে পারবেন। অর্থাৎ এক আইডি থেকে সর্বোচ্চ ১২ জনের বুকিং করা যাবে।
advertisement
7/10
যদি আপনার দলের সদস্য সংখ্যা ১২ জনের বেশি হয়, তাহলে আপনাকে নতুন ইউজার আইডি তৈরি করে অতিরিক্ত বুকিং করতে হবে। এই নিয়ম ভ্রমণকারীদের স্বচ্ছতা এবং সিস্টেমে চাপ কমাতে সহায়তা করে।
যদি আপনার দলের সদস্য সংখ্যা ১২ জনের বেশি হয়, তাহলে আপনাকে নতুন ইউজার আইডি তৈরি করে অতিরিক্ত বুকিং করতে হবে। এই নিয়ম ভ্রমণকারীদের স্বচ্ছতা এবং সিস্টেমে চাপ কমাতে সহায়তা করে।
advertisement
8/10
IRCTC জানিয়েছে, যেকোনো উপলব্ধ ক্যালেন্ডার তারিখে হেলিকপ্টার বুক করা যাবে। তবে বুকিং স্লট দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে, তাই দেরি না করে যাত্রার তারিখ ঠিক করে আগেভাগে বুক করা উত্তম হবে।
IRCTC জানিয়েছে, যেকোনো উপলব্ধ ক্যালেন্ডার তারিখে হেলিকপ্টার বুক করা যাবে। তবে বুকিং স্লট দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে, তাই দেরি না করে যাত্রার তারিখ ঠিক করে আগেভাগে বুক করা উত্তম হবে।
advertisement
9/10
অতিরিক্ত তথ্য: যাত্রীদের সঙ্গে পরিচয়পত্র (Aadhaar/PAN/Passport) নিয়ে যাত্রার সময় উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, যাত্রার দিন নির্ধারিত সময়ের অনেক আগে হেলিপ্যাডে পৌঁছানো জরুরি। আবহাওয়া খারাপ হলে ফ্লাইট বাতিল হতে পারে, তবে সে ক্ষেত্রে টাকা ফেরতের পদ্ধতি IRCTC-র ওয়েবসাইটে দেওয়া আছে।
অতিরিক্ত তথ্য: যাত্রীদের সঙ্গে পরিচয়পত্র (Aadhaar/PAN/Passport) নিয়ে যাত্রার সময় উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, যাত্রার দিন নির্ধারিত সময়ের অনেক আগে হেলিপ্যাডে পৌঁছানো জরুরি। আবহাওয়া খারাপ হলে ফ্লাইট বাতিল হতে পারে, তবে সে ক্ষেত্রে টাকা ফেরতের পদ্ধতি IRCTC-র ওয়েবসাইটে দেওয়া আছে।
advertisement
10/10
এবারের কেদারনাথ যাত্রায় ভিড় থাকবে ব্যাপক, তাই আগে থেকে সঠিক বুকিং, যাত্রার পরিকল্পনা ও প্রস্তুতি আপনাকে একটি নির্ঝঞ্ঝাট, পবিত্র ও সৌভাগ্যপূর্ণ অভিজ্ঞতা দেবে।
এবারের কেদারনাথ যাত্রায় ভিড় থাকবে ব্যাপক, তাই আগে থেকে সঠিক বুকিং, যাত্রার পরিকল্পনা ও প্রস্তুতি আপনাকে একটি নির্ঝঞ্ঝাট, পবিত্র ও সৌভাগ্যপূর্ণ অভিজ্ঞতা দেবে।
advertisement
advertisement
advertisement