TRENDING:

Crime: দড়ি দিয়ে বেঁধে বিকৃত উপায়ে সঙ্গম! স্বামী-স্ত্রীর বিকৃতকামের শিকার কলেজ পড়ুয়া

Last Updated:

Crime: পুলিশের কাছে ওই যুবক মারাত্মক অভিযোগ করেন। যা শুনে হতবাক হয়ে যান তদন্তকারীরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মুম্বই থেকে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি আইআইটি এক পড়ুয়া পুলিশে দ্বারস্থ হয়। সেখানে পুলিশের কাছে ওই যুবক মারাত্মক অভিযোগ করেন। যা শুনে হতবাক হয়ে যান তদন্তকারীরও।
বিপাকে যুবক। তদন্ত শুরু পুলিশের। প্রতীকী ছবি
বিপাকে যুবক। তদন্ত শুরু পুলিশের। প্রতীকী ছবি
advertisement

পুলিশের কাছে ওই যুবক জানান, অনলাইনে ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুগলের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। সেই যুগলের আমন্ত্রণে তাঁদের বাড়িতে যান তিনি। কিন্তু সেখানে গিয়েই বিপাকে পড়েন ওই যুবক। তাঁর অভিযোগ, সেখানে ওই স্বামী-স্ত্রীর বিকৃতকামের শিকার হয়েছেন তিনি। জোর করে তাঁকে বেঁধে রেখে অপ্রাকৃতিক বিকৃত যৌনাচারে বাধ্য করা হয়।

খবর অনুযায়ী, ওই যুবক পুলিশের কাছে খুনের চেষ্টার অভিযোগ করেছে। তাঁর অভিযোগ, এমনভাবে তাঁকে বেধে রাখা হয়েছিল, যে মৃত্যু পর্যন্ত হতে পারত। বারবার ছেড়ে দেওয়ার আবেদন জানালেও ওই দম্পতিতে তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। সেই সঙ্গে ওই পড়ুয়া জানিয়েছেন, বিকৃত যৌনাচারের সময়ে ওই যুবকের শরীরের একাধিক স্থানে পুড়িয়ে দিয়েছে ওই দম্পতি।

advertisement

তাঁর আরও অভিযোগ, ওই দম্পতি কালো যাদু করে। ঘটনার সময়ে এই প্রমাণ তিনি পেয়েছেন। ইতিমধ্যে পুলিশ ওই দম্পতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। খুনের চেষ্টা, অপ্রাকৃতিক যৌনাচার এবং কালো যাদু-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন, মানুষকে কাছে টানতে ফুটবল‌ই 'অস্ত্র' পুলিশের

আরও পড়ুন, টিফিনের সময় খুলে দিতে হবে স্কুলের গেট! দাবি না মানায় শিক্ষকদের মারতে তেড়ে গেল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে ওই স্বামী এবং স্ত্রীকে আটক করা হয়েছে। তাঁরা অত্যন্ত শিক্ষিত এবং নামজাদা বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁদের এমন কাজই হতবাক করে দিয়েছে সকলকে।

বাংলা খবর/ খবর/দেশ/
Crime: দড়ি দিয়ে বেঁধে বিকৃত উপায়ে সঙ্গম! স্বামী-স্ত্রীর বিকৃতকামের শিকার কলেজ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল