কুর্মি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং তার ভাই রামেশ্বর ও অন্যান্য সহকর্মীদের সঙ্গে সেওরিতে বসবাস করতেন। প্রতিদিন সকাল ৮টার দিকে কাজে বেরোনো তার রুটিন ছিল।
পুলিশের এক কর্মকর্তা জানান, “রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি শৌচালয়ে যান। ফেরার পথে একটি দ্রুতগতির অজ্ঞাতপরিচয় গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।”
advertisement
ঘটনাস্থলে থাকা এক রুমমেট বিষয়টি জানতে পেরে রামেশ্বরকে খবর দেন। রামেশ্বর সেখানে গিয়ে দেখেন, কুর্মি মাটিতে পড়ে অচেতন অবস্থায় রয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কুর্মি জানান, পিছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং তারপর তার ওপর দিয়ে গাড়িটি চলে যায়।
আরও পড়ুন: রাঁধুনি বরকে বিয়ে করতে চায়নি প্রেমিকা, ১.৫ লাখ টাকায় সুপারি কিলার ভাড়া! তারপর যা হল…
রামেশ্বর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং কুর্মিকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।