উত্তরবঙ্গ: বুধবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেই বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মীরজাফর বলে সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল, ”আমি দুঃখিত, এই কথা বলতে হচ্ছে- প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহ থেকে সাবধান থাকুন। স্বাধীন ভারতের অমিত শাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী। বুঝিয়ে দেবেন তিনি। শুধু মার্চ মাস আসতে দিন।’’ বৃহস্পতিবার সল্টলেকে দলীয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
advertisement
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ থেকে সাবধান থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছিলেন। সেই পরিপেক্ষিতেই বৃহস্পতিবার শমীক ভট্টাচার্য এই মন্তব্য করেন। বৃহস্পতিবার বৈঠকে যোগদান করতে সল্টলেকে বিজেপি অফিসে আসেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ত্রিপুরার তৃণমূল প্রতিনিধি দল যাওয়া প্রসঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতি বলেন,পলিটিক্যাল ট্যুরিজমে গেছে তৃণমূল সেখানে। যাচ্ছে কেক কাটছে, খাচ্ছে। নাটক করতে গেছে। ত্রিপুরায় রাজ্যপাল এর সঙ্গে দেখা করার আবেদন তৃণমূলের।
শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিপ্লব দেবকে জুতো মারুন পাথর ছুড়ুন এটাই তো আপনাদের সংস্কৃতি।’’ নাগরাকাটার ঘটনায় ৪ জন গ্রেফতার প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সবটাই তো তৃণমূল পরিকল্পনা। বাংলাদেশি ও রোহিঙ্গাদের দিয়ে হামলা চালানো হয়েছে। সেটা সবটাই মানুষ জানে। মানুষ জবাব দেবে নির্বাচনে অপেক্ষা করুন।’’
এতো দেরি হল গ্রেফতারিতে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘হামলার সময়ও তো পুলিশ ছিল। পুলিশের সামনেই হামলা হয়েছে। তাই গ্রেফতার করতে দেরি। ’’ মারের পাল্টা মারের নিদান, হবে কী? শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ওটা আমাদের সংস্কৃতি নয়। মানুষ তিনবার নরেন্দ্র মোদিকে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব দিয়েছে। মানুষ এর জবাব দেবে।’’ অমিত শাহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন,স্বাধীন ভারতের অমিত সাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী। বুঝিয়ে দেবেন তিনি। শুধু মার্চ মাস আসতে দিন।রাজ্যের পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৃহস্পতিবার বৈঠকে যোগ দেন। দুর্গাপুজো মিটতেই গেরুয়া শিবির তৎপর হয়ে উঠেছে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে কিভাবে পরিচালনা করা হবে তার রণকৌশল ঠিক করতে।