Second Hooghly Bridge: বড় খবর, বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল! শনি ও রবিবার কখন বন্ধ থাকবে? এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Second Hooghly Bridge: বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। আগামী শনিবার এবং রবিবার দুইদিন নির্দিষ্ট সময়ের জন্য এই দ্বিতীয় হুগলি সেতুর উপর যান চলাচল করবে না।
কলকাতা: বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। আগামী শনিবার এবং রবিবার দুইদিন নির্দিষ্ট সময়ের জন্য এই দ্বিতীয় হুগলি সেতুর উপর যান চলাচলে নিষেধাজ্ঞা জারি। শনিবার ১১ অক্টোবর শনিবার ভোর ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত এবং ১২ অক্টোবর রবিবার বিকেল তিনটে থেকে রাত ৮ পর্যন্ত কোনও যান চলাচল করতে পারবে না। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে সেতুর মেরামতি সংক্রান্ত কিছু কাজের জন্যই শনিবার এবং রবিবার কিছু সময় করে বন্ধ রাখা হবে যান চলাচল।
advertisement
আরও পড়ুন: বঙ্গে SIR নিয়ে প্রস্তুতিপর্বেই নাকানিচোবানি বিজেপির! বুথে বুথে কোন বাধার সম্মুখীন বিজেপি নেতারা?
advertisement
প্রসঙ্গত ১ মাস আগেও মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। সেসময় টানা ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। হাওড়া এবং কলকাতাতে সংযুক্তকারী এই সেতুকে ব্যবহার একাধিক রুট থেকে আগত গাড়িগুলি। তবে বিকল্প হিসেবে কোন রুট থেকে আগত গাড়ি কোন রুট নেবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 9:17 PM IST