BJP: বঙ্গে SIR নিয়ে প্রস্তুতিপর্বেই নাকানিচোবানি বিজেপির! বুথে বুথে কোন বাধার সম্মুখীন বিজেপি নেতারা?
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
BJP: বিজেপি সূত্রে খবর, বুথে বুথে BLA ২ নিয়োগের ক্ষেত্রেও একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে।
কলকাতা: এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)-এর বিরুদ্ধে শুরু থেকেই গলা চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রের ভোটার তালিকার নিবিড় সংশোধনের সপক্ষে প্রথম থেকেই সওয়াল করে গিয়েছে বিরোধী দল বিজেপি। যদিও সূত্রের খবর, এস আই আর নিয়ে প্রস্তুতিপর্বেই নাকানিচোবানি বঙ্গ বিজেপির।
বিজেপি সূত্রে খবর, বুথে বুথে BLA ২ নিয়োগের ক্ষেত্রেও একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। বুথ স্তরের অনেক কর্মীই BLA ২ হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছেন না বলে খবর।
advertisement
advertisement
ইতিমধ্যেই নির্বাচনী ফান্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। ভোট পরবর্তী সময়ে কর্মীদের পাশে থাকতে যাতে কেন্দ্র এর সাহায্যের উপর নির্ভর করতে না হয় সেকারনেই দলের তরফে নির্বাচনী ফান্ড তৈরি করতে বলা হয়েছে খবর বিজেপি সূত্রে ।
advertisement
প্রসঙ্গত, আগামী নির্বাচনের লক্ষ্যে সকল রকম প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই সকল জেলা ভিত্তিক জোন অনুযায়ী প্রচার কমিটি, বিভিন্ন মোর্চা গুলিকে নতুন করে সাজানো হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 09, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
BJP: বঙ্গে SIR নিয়ে প্রস্তুতিপর্বেই নাকানিচোবানি বিজেপির! বুথে বুথে কোন বাধার সম্মুখীন বিজেপি নেতারা?











