Pakistan Attacks Afganistan: এবার একেবারে কাবুলে ঢুকে বিমানহানা ইসলামাবাদের! পর পর বিস্ফোরণ..কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকাল সকালই কাবুলের আকাশবাতাস কাঁপিয়ে ঢোকে একটা যুদ্ধবিমান৷ পর পর দু’টো বিস্ফোরণ ঘটায় সেখানে৷ গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দফা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে৷ মেহসুদ পূর্ব কাবুলের টিটিপি এবং আল-কায়েদা সেফ হাউস থেকে সংগঠন পরিচলনা করছিলেন৷
কাবুল: বর্তমানে ভারত সফরে রয়েছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী মৌলবি আমির মুত্তাকির৷ আজ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা তাঁর৷ এর মাঝেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাল পাকিস্তান৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানি সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, পাক বিমানবাহিনী পিএএফ কাবুলের তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র আস্তানাগুলি টার্গেট করে এই হামলা চালিয়েছে৷
গতকাল রাতেই কাবুলের আকাশবাতাস কাঁপিয়ে ঢোকে একটা যুদ্ধবিমান৷ পর পর দু’টো বিস্ফোরণ ঘটায় সেখানে৷ গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দফা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে৷ মেহসুদ পূর্ব কাবুলের টিটিপি এবং আল-কায়েদা সেফ হাউস থেকে সংগঠন পরিচলনা করছিলেন৷
advertisement
advertisement
কিছু সূত্র দাবি করেছে, পাকিস্তানের এই বিমানহানায় মেহসুদের বাড়ির চত্বর ধূলিসাৎ হয়ে গিয়েছে৷ যদিও CNN-News18 -র হাতে একটি ভিডিও বার্তা এসেছে, যেখানে মেহসুদ দাবি করেছেন, তিনি নিরাপদ রয়েছেন এবং পাকিস্তানে রয়েছেন৷ তবে হামলায় তাঁর ছেলের মৃত্যু হয়েছে৷
এই বিমানহানার ঠিক ৪৮ ঘণ্টা আগেই কড়া হুমকির সুর শোনা গিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফের মুখে৷ খ্বজা আসিফ বলেছিলেন,‘‘আফগানিস্তানেরমাটি যদি পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে ওদের৷ হয় পাকিস্তান নিজে, অথবা কোনও পাক শরিক জোটের তরফে এর উচিত শিক্ষা দেওয়া হবে৷’’
advertisement
পাক প্রতিরক্ষামন্ত্রীর এই হুমকির পর পরই কাবুলে এই বিমানহানা৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, মেহসুদের পরিবারের উপরে এই হামলা টিটিপি-র অন্দরে একটা টানাপড়েন সৃষ্টি করবে৷ কারণ, ইতিমধ্যেই তা কাবুলপন্থী এবং রাওয়ালপিন্ডি পন্থী গোষ্ঠীতে বিভক্ত৷ বিশেষজ্ঞেরা মনে করছেন, কাবুলে ঢুকে এই ভাবে বিমানহানা চালানোর পরে আফগান-পাক সীমান্তবর্তী কুনার, নাংগারহার, পাকতিতা অঞ্চলে অশান্তি আরও দ্রুত ছড়িয়ে পড়বে৷ এতে আফগানিস্তান ও পাকিস্তান সরকারের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
October 10, 2025 9:11 AM IST