Pakistan Attacks Afganistan: এবার একেবারে কাবুলে ঢুকে বিমানহানা ইসলামাবাদের! পর পর বিস্ফোরণ..কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী

Last Updated:

শুক্রবার সকাল সকালই কাবুলের আকাশবাতাস কাঁপিয়ে ঢোকে একটা যুদ্ধবিমান৷ পর পর দু’টো বিস্ফোরণ ঘটায় সেখানে৷ গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দফা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে৷ মেহসুদ পূর্ব কাবুলের টিটিপি এবং আল-কায়েদা সেফ হাউস থেকে সংগঠন পরিচলনা করছিলেন৷

News18
News18
কাবুল: বর্তমানে ভারত সফরে রয়েছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী মৌলবি আমির মুত্তাকির৷ আজ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা তাঁর৷ এর মাঝেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাল পাকিস্তান৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানি সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, পাক বিমানবাহিনী পিএএফ কাবুলের তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র আস্তানাগুলি টার্গেট করে এই হামলা চালিয়েছে৷
গতকাল রাতেই কাবুলের আকাশবাতাস কাঁপিয়ে ঢোকে একটা যুদ্ধবিমান৷ পর পর দু’টো বিস্ফোরণ ঘটায় সেখানে৷ গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দফা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে৷ মেহসুদ পূর্ব কাবুলের টিটিপি এবং আল-কায়েদা সেফ হাউস থেকে সংগঠন পরিচলনা করছিলেন৷
advertisement
advertisement
কিছু সূত্র দাবি করেছে, পাকিস্তানের এই বিমানহানায় মেহসুদের বাড়ির চত্বর ধূলিসাৎ হয়ে গিয়েছে৷ যদিও CNN-News18 -র হাতে একটি ভিডিও বার্তা এসেছে, যেখানে মেহসুদ দাবি করেছেন, তিনি নিরাপদ রয়েছেন এবং পাকিস্তানে রয়েছেন৷ তবে হামলায় তাঁর ছেলের মৃত্যু হয়েছে৷
এই বিমানহানার ঠিক ৪৮ ঘণ্টা আগেই কড়া হুমকির সুর শোনা গিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফের মুখে৷ খ্বজা আসিফ বলেছিলেন,‘‘আফগানিস্তানেরমাটি যদি পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে ওদের৷ হয় পাকিস্তান নিজে, অথবা কোনও পাক শরিক জোটের তরফে এর উচিত শিক্ষা দেওয়া হবে৷’’
advertisement
পাক প্রতিরক্ষামন্ত্রীর এই হুমকির পর পরই কাবুলে এই বিমানহানা৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, মেহসুদের পরিবারের উপরে এই হামলা টিটিপি-র অন্দরে একটা টানাপড়েন সৃষ্টি করবে৷ কারণ, ইতিমধ্যেই তা কাবুলপন্থী এবং রাওয়ালপিন্ডি পন্থী গোষ্ঠীতে বিভক্ত৷ বিশেষজ্ঞেরা মনে করছেন, কাবুলে ঢুকে এই ভাবে বিমানহানা চালানোর পরে আফগান-পাক সীমান্তবর্তী কুনার, নাংগারহার, পাকতিতা অঞ্চলে অশান্তি আরও দ্রুত ছড়িয়ে পড়বে৷ এতে আফগানিস্তান ও পাকিস্তান সরকারের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Attacks Afganistan: এবার একেবারে কাবুলে ঢুকে বিমানহানা ইসলামাবাদের! পর পর বিস্ফোরণ..কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement