পওয়াইয়ের বহুতল ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার সেখানে অডিশনের জন্য এসেছিল অনেক শিশু। অডিশন চলাকালীন আচমকা ওই স্টুডিয়োয় ঢুকে পড়েন রোহিত। তাঁর তখন হাতে ছিল বন্দুক। ভয়ে সেই সময় চিৎকার করে দেন শিশুরা। তবে সেই সময় বেশিরভাগ শিশুকেই স্টুডিয়ো ছেড়ে চলে যেতে বলেন। শেষে ১৭ জন শিশুকে আটকে রাখেন। এই সময় আতঙ্ক ছড়ায় স্টুডিয়োর বাইরে। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান চালিয়ে রোহিতকে হত্যা করে শিশুদের উদ্ধার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ১ কোটি সরকারি চাকরি! সঙ্গে লখপতি দিদি! কী প্রতিশ্রুতি মোদি-নীতীশের NDA-র, এল ইস্তেহার
শিশুদের বন্দি করে রাখার সময়েই ভিডিও রেকর্ড করে সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন রোহিত। তাঁর দাবি কোনও শিশুকে কোনও ক্ষতি করা তাঁর ইচ্ছে বা অভিপ্রায় নেই। তিনি কেবল মহারাষ্ট্রের শিক্ষা দফতরের কাছ থেকে বকেয়া দু’কোটি টাকা আদায়ের জন্য সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। কোন দাবির কথা বলেছিলেন তিনি? এই প্রসঙ্গে শিবসেনা নেতা দীপক কেসারকার জানান, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তখন রোহিতকে পরিচ্ছন্নতা এবং সচেতনতা কর্মসূচির কাজ দেন। সেই কাজের জন্য তাঁর পাওনা টাকা আটকে রাখার অভিযোগ জানিয়েছিলেন রোহিত।

