TRENDING:

Supreme Court Divorce Case: ১৫ বছর আলাদা, ১ কোটি টাকা খোরপোষ দিতে চান স্বামী, তবু ডিভোর্সে নারাজ স্ত্রী! কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

Last Updated:

এই মামলায় ডিভোর্স চেয়ে মহিলার স্বামী তাঁর স্ত্রীকে স্থায়ী খোরপোষ বাবদ ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৫ বছর ধরে আলাদা থাকছিলেন স্বামী-স্ত্রী৷ তার পরেও ডিভোর্স নিতে রাজি ছিলেন না স্ত্রী৷ শেষ পর্যন্ত ওই দম্পতির বিবাহবিচ্ছেদেরই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানাল, ওই দম্পতির সম্পর্ক যে তিক্ততার জায়গায় পৌঁছেছে, তা আর মেরামত করা সম্ভব নয়৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়৷ বিচারপতিরা আরও জানান, সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারের মাধ্যমে ওই দম্পতিকে বোঝানোর চেষ্টাও ব্যর্থ হয়েছে৷ ফলে বিবাহবিচ্ছেদ ছাড়া আর কোনও পথ খোলা নেই৷

রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, ‘ওই দম্পতির সম্পর্কে বহু বছর ধরে চলা তিক্ততা এবং অশান্তির প্রভাব পড়েছে৷ ফলে স্ত্রী এই বিবাহবিচ্ছেদের মামলার বিরোধিতা করলেও দু জনের বৈবাহিক বন্ধনের অস্তিত্ব আমরা খুঁজে পাইনি৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র আইনি ভাবে একটি সম্পর্কে টিকিয়ে রাখা আমাদের কাছে অর্থহীন বলেই মনে হয়েছে৷ ফলে সংবিধানের ১৪২ নম্বর ধারায় দেওয়া অধিকার প্রয়োগ করে আমরা এই মামলায় ডিভোর্সের নির্দেশ দিচ্ছি৷’

advertisement

আদালত আরও জানিয়েছে, প্রায় ১৫ বছর ধরে ওই দম্পতি আলাদা থাকছেন৷ আদালত আরও জানিয়েছে, এই মামলায় ডিভোর্স চেয়ে মহিলার স্বামী তাঁর স্ত্রীকে স্থায়ী খোরপোষ বাবদ ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন৷ শীর্ষ আদালত জানায়, খোরপোষের এই অঙ্ক যথেষ্ট৷

২০০৯ সালের ৫ অক্টোবর ওই দম্পতির বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই নিজের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন মহিলা৷ এই অভিযোগ তুলে ২০১০ সালের ১৫ এপ্রিল শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান ওই মহিলা৷ ২০১০ সালেরই ডিসেম্বর মাসে নিজের বাপের বাড়িতেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি৷

advertisement

গার্হস্থ্য হিংসা আইনে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ চেয়ে ওই মহিলার স্বামী হাইকোর্টে আর্জি জানান৷ তাঁর সেই আর্জিতে আংশিক সাড়া দেয় হাইকোর্ট৷ নিজের স্ত্রী এবং সন্তানের জন্য পর্যাপ্ত খোরপোষ দেওয়ার জন্য নির্দেশও দেয় হাইকোর্ট৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই শত শত বছরের পুরোন রাজবাড়ি, হোমস্টেতে থাকুন রাজকীয় আদবকায়দায়, ভোজনও এলাহি
আরও দেখুন

মহিলার স্বামী আদালতকে জানান, তিনি এক কোটি টাকা স্থায়ী ক্ষতিপূরণ দিতে চান এবং আদালত যাতে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে এই সম্পর্কে পাকাপাকি ইতি টানে, সেই আর্জিও জানান তিনি৷ নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, স্বামী যদি তিন মাসের মধ্যে মিটিয়ে দেন, তাহলে নতুন করে কোনও পক্ষই আর এই মামলা নিয়ে কোনও দাবি জানাবেন না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court Divorce Case: ১৫ বছর আলাদা, ১ কোটি টাকা খোরপোষ দিতে চান স্বামী, তবু ডিভোর্সে নারাজ স্ত্রী! কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল