TRENDING:

Nitish Kumar: ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের! বাড়ল বিধবা, বয়স্কদের ভাতা, ছিল ৪০০, এখন কত হল?

Last Updated:

Nitish Kumar: শনিবার সকালে বিহারের মুখ‍্যমন্ত্রী নীতিশ কুমার সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে সামাজিক সুরক্ষা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাটনা: বিহারে চড়ছে নির্বাচনের পারদ। তার মাঝেই বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করল নীতিশ কুমার সরকার। শনিবার সকালে বিহারের মুখ‍্যমন্ত্রী নীতিশ কুমার সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে সামাজিক সুরক্ষা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন। ৪০০ টাকা থেকে বেড়ে ১১০০ টাকা করলেন নীতিশ কুমার।
ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের! বাড়ল বিধবা, বয়স্কদের ভাতা, ছিল ৪০০, এখন কত হল?
ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের! বাড়ল বিধবা, বয়স্কদের ভাতা, ছিল ৪০০, এখন কত হল?
advertisement

২০২৫ সালের শেষদিকে বিহারের নির্বাচন। তার আগেই বড় ঘোষমা করলেন বিহারের মুখ‍্যমন্ত্রী। ৪০০ থেকে একবারেই ৭০০ টাকা বাড়িয়ে ১১০০ টাকা করে দেওয়া হল ভাতা। বিধানসভা নির্বাচনের আগে নীতিশের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত শাসকদল জেডিইউকে বাড়তি সুবিধা পাইয়ে দেবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

আরও পড়ুন: চাল, গমের ড্রামে ফেলে দিন ২ টাকার এই সাদা জিনিস! একটা পোকাও থাকবে না, ফাঙ্গাসেরও বংশ ধ্বংস, সারাবছর ভাল থাকবে

advertisement

আরও পড়ুন: হাড়কে ঘুণপোকার মতো ভেতর থেকে কুরে কুরে ঝাঁঝরা করে দেয় এই রোগ! কোমরে-পিঠে ব‍্যথা…৫ লক্ষণ দেখলে এখনই সতর্ক হন

জুলাই মাস থেকেই বৃদ্ধি পেনশন পাবে বলেই সূত্রের খবর। প্রতি মাসের ১০ তারিখেই ভোক্তাদের অ‍্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে নীতিশ কুমার জানিয়েছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সামাজিক সুরক্ষা ভাতা প্রকল্পের আওতায় বিধবা মহিলা, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা পেনশন পাবেন।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের! বাড়ল বিধবা, বয়স্কদের ভাতা, ছিল ৪০০, এখন কত হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল