রানাঘাটের রাণু মন্ডলের পরে এখন নদিয়ার ভাইরাল শিল্পী রতন পাল, বাড়ি পালপাড়ায়। গলায় সীতাহার, চোখে চশমা, এবং হাতে একটি প্লাস্টিকের মাইক নিয়ে কৃষ্ণনগর লোকাল ট্রেনে সমস্ত নিত্যযাত্রীদের মাঝখানে নাচে-গানে মনোরঞ্জন করেন প্রতিদিন। তার নাচে-গানে মনোরঞ্জন হয়ে ট্রেনের যাত্রীরা হাসিমুখে খুশি হয়ে যা দেন, তাই মাথা পেতে নেন শিল্পী রতন পাল। কোনদিন কোন যাত্রী থেকে একটা পয়সাও জোর করে বা বেশি চেয়ে নেন না তিনি।
advertisement
আরও পড়ুন: "আমার অনুষ্ঠানের ধরণ আর রূপঙ্কের ধরণ এক নয়! অনুমতি ছাড়া নাম জড়ান কেন?" প্রতিবাদে রূপম ইসলাম
উল্লেখ্য, রাণু মন্ডল যত তাড়াতাড়ি ভাইরাল হয়েছিলেন ঠিক ততো তাড়াতাড়ি আবার ফিরে এসেছেন নিজের জায়গায়। যদিও তার কারণ নিয়ে রয়েছে একাধিক মন্তব্য। তবে পালপাড়ার রতন পাল-এর ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাগ্য ফিরবে কিনা তা বলবেন সাধারণ মানুষ। আপাতত সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় নন। তবে আজকের দুনিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগে না। ঠিক যেমনভাবে কাচা বাদাম গান গেয়ে ভাইরাল হলেন ভুবন বাদ্যকর। তবে চোখে চশমা গলায় সীতাহার পড়ে লোকাল ট্রেনে নাচ ও গান গেয়ে ভাইরাল হতে পারবে কি রতন পাল, তা শুধু সময়ই বলবে।
Mainak Debnath