TRENDING:

Nadia News: অবশেষে দুঃখের দিন ঘুচল, বসবাসের ৪০ বছর পর পাট্টা পেলেন গ্রামবাসীরা

Last Updated:

দীর্ঘ ৪০ বছর ধরে সরকারি জমিতে বসবাস করলেও তাঁদের কাছে কোন‌ও কাগজপত্র ছিল না। অবশেষে রাজ্য সরকার উদ্যোগী হয়ে জমির পাট্টা দেওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন অসহায় মানুষগুলো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দীর্ঘ ৪০ বছর ধরে সরকারি জমিতে বসবাস করে আসছেন। কিন্তু না আছে কোন‌ও কাগজপত্র, না সুযোগসুবিধা। প্রায় কোন‌ও সরকারি প্রকল্পেরই সুযোগ-সুবিধা পেতেন না। সবকিছু থেকে বঞ্চিত ছিলেন বলে মনে ক্ষোভ ও কষ্ট দুই ছিল। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের এমন প্রায় ৯১ টি পরিবারের হাতে তুলে দেওয়া হল সরকারি জমির পাট্টা। যার ফলে সরকারি প্রকল্পের সুযোগ না পাওয়ার সমস্যা এবার মিটবে বলে মনে করা হচ্ছে।
advertisement

আরও পড়ুন: স্মার্ট ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে বসিরহাটের সীমান্তবর্তী স্কুলে

জমির পাট্টা পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তাঁরা জানান, এতদিন পর্যন্ত সেই অর্থে জমির কোন‌ও সরকারি কাগজপত্র না থাকায় একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তবে অবশেষে বর্তমান সরকারের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে তাঁরা হাতে পেলেন জমির পাট্টা। যা পেয়ে খুশি ওই ৯১ টি পরিবার। এছাড়াও জানা যায় ওই ৯১ টি পরিবারের মধ্যে প্রায় ২৩ টি পরিবার একইসঙ্গে বসবাস করেন সীমান্তবর্তী এলাকা বানপুরে। এদিন সকলেই জমির পাট্টা হাতে পেয়ে খুশি। এবং তারা জানান ভবিষ্যতে স্থায়ী পাকা বাড়ি পাওয়ার আশা করছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: অবশেষে দুঃখের দিন ঘুচল, বসবাসের ৪০ বছর পর পাট্টা পেলেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল