TRENDING:

Nadia News: কল আছে তবে জল নেই, চাপড়ার এই গ্রামে বাড়ি বাড়ি কল বসলেও জল পড়ে না কেন!

Last Updated:

যদিও যাঁরা এই ট্যাপকলের রক্ষণাবেক্ষণ এবং ইনকোয়ারি করতে আসেন, তাঁরা জল পাওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন সাতঘাটা এলাকার স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চাপড়া: কল আছে, তবে জল নেই। নদিয়া জেলার চাপড়া ব্লকের অন্তর্গত সাতঘাটা গ্রামে বাড়ি বাড়ি কল আছে। তবে সেই কল দিয়ে পড়ে না জল। এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায়। এই গ্রামে প্রায় এক থেকে দেড় হাজার পরিবার বসবাস করে। প্রত্যেক বাড়িতেই ট্যাপ কল বসানো হয়েছে, তবে তাঁদের অভিযোগ, এক বছর হয়েছে এই ট্যাপ কল বসানো হয়েছে, কিন্তু সেই ভাবে জল বার হয় না এই ট্যাপ কল দিয়ে।
advertisement

যদিও যাঁরা এই ট্যাপকলের রক্ষণাবেক্ষণ এবং ইনকোয়ারি করতে আসেন, তাঁরা জল পাওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন সাতঘাটা এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে তাঁদের কোনও কথাই কার্যকার হযবে না বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। এই ট্যাপ কল দিয়ে যাতে জল বার হয় তার দ্রুত ব্যবস্থা করবার জন্য আবেদন করছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: মামা-ভাগ্নে পাহাড় ঘুরতে এসে টয়ট্রেন! এমন সুযোগ হাতছাড়া করবেন না

advertisement

আরও পড়ুন: মাছ খেতে ভালবাসেন? এদিকে জালে উঠছে না পমফ্রেট, ভোলা, ইলিশ! বিপদ মৎস্যজীবীদের, কী হল হঠাৎ!

View More

এ বিষয়ে কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বললে তিনি জানান, "পাইপ লাইনের সমস্যার জন্য জল অল্প বার হচ্ছে, এর জন্য আমরা দু'টো প্রকল্প করে দিয়েছি সাতঘাটা এলাকাতে।"

advertisement

তিনি আরও জানান, বিষয়টি ওপরমহলে জানানো হয়েছে। এলাকাবাসীদের দ্রুত এই সমস্যার সমাধান করবার জন্য আবেদন করেছেন। এই সমস্যা সমাধান হলে খুশি হবে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর নাগরিক।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কল আছে তবে জল নেই, চাপড়ার এই গ্রামে বাড়ি বাড়ি কল বসলেও জল পড়ে না কেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল