যদিও যাঁরা এই ট্যাপকলের রক্ষণাবেক্ষণ এবং ইনকোয়ারি করতে আসেন, তাঁরা জল পাওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন সাতঘাটা এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে তাঁদের কোনও কথাই কার্যকার হযবে না বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। এই ট্যাপ কল দিয়ে যাতে জল বার হয় তার দ্রুত ব্যবস্থা করবার জন্য আবেদন করছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: মামা-ভাগ্নে পাহাড় ঘুরতে এসে টয়ট্রেন! এমন সুযোগ হাতছাড়া করবেন না
advertisement
আরও পড়ুন: মাছ খেতে ভালবাসেন? এদিকে জালে উঠছে না পমফ্রেট, ভোলা, ইলিশ! বিপদ মৎস্যজীবীদের, কী হল হঠাৎ!
এ বিষয়ে কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বললে তিনি জানান, "পাইপ লাইনের সমস্যার জন্য জল অল্প বার হচ্ছে, এর জন্য আমরা দু'টো প্রকল্প করে দিয়েছি সাতঘাটা এলাকাতে।"
তিনি আরও জানান, বিষয়টি ওপরমহলে জানানো হয়েছে। এলাকাবাসীদের দ্রুত এই সমস্যার সমাধান করবার জন্য আবেদন করেছেন। এই সমস্যা সমাধান হলে খুশি হবে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর নাগরিক।
Mainak Debnath